প্রতি বছরের মতো প্রথা মেনে চলতি বছরেও বাজেট পেশের আগে, হালুয়া উৎসব আয়োজিত হয়েছে। তবে সেই উৎসবের আসরের ছবি প্রকাশিত হয়নি। আর তা নিয়ে বাজেট অধিবেশনে মোদী সরকারের বিরুদ্ধে কটাক্ষ-বাণ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
প্রসঙ্গত, গতবারের বাজেটের পর তার হালুয়া অনুষ্ঠানের ছবি তুলে ধরে সংসদে মোদী সরকারের দিকে তুমুল কটাক্ষ করতে থাকেন রাহুল গান্ধী। সেবারের হালুয়া উৎসবে উপস্থিত, কেন্দ্রীয় সরকারের কতজন আমলা অনগ্রসর শ্রেণির বা পিছিয়ে পড়া শ্রেণির, তা নিয়ে বক্তব্য রাখেন রাহুল। তোলেন নানান প্রশ্ন। এরপর সদ্য ২০২৫ সালে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট পেশ করে মোদী ৩.০ সরকার। আর সেই বাজেটের আগে, হালুয়া অনুষ্ঠানের ছবি প্রকাশিত হয়নি। যদিও খবর, গত ২৪ জানুয়ারি, এই হালুয়া অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। কেন এই অনুষ্ঠানের ছবি প্রকাশিত হয়নি? সংসদে প্রশ্ন তোলেন রাহুল। ‘এই বছরের বাজেটের আগে কোনও ফটোগ্রাফ নেই.. আমি অবাক যে হালুয়া তো খাওয়া হয়েছে, তবে কাকে খাওয়ানো হয়েছে, তা জানা যায়নি।’ কটাক্ষের সুরে রাহুল বলেন,'হালুয়া খিলায়া, মগর দিখায়া নেহি কিসকো খিলায়া (হালুয়া খাইয়েছেন, কিন্তু কাকে খাইয়েছেন দেখানো হয়নি।)'। উল্লেখ্য, গত বছরের হালুয়া উৎসব নিয়ে কংগ্রেসের সাংসদ রাহুল প্রশ্ন তুলেছিলেন, হালুয়া অনুষ্ঠানে উপস্থিত কতজন কেন্দ্রীয় সরকারি অফিসার দলিত বা উপজাতি থেকে এসেছেন, তা নিয়ে।
সেবার রাহুল সংসদে একটি ছবি তুলে ধরে বলেন,' বাজেটের হালুয়া বিতরণ হচ্ছে এই ছবিতে। আমি একজনও ওবিসি, দলিত বা আদিবাসী অফিসার দেখতে পাচ্ছি না। দেশের হালুয়া বিতরণ হচ্ছে, আর তাতে ৭৩ শতাংশই নেই। ২০ জন অফিসার দেশের বাজেট তৈরি করেছেন, দেশের হালুয়া লোকজনের মধ্যে বিতরণের কাজটি করেছেন ২০ জন অফিসার।' রাহুলের সেই কটাক্ষ ঘিরে গত বছর তুমুল রাজনৈতিক ঝড় ওঠে। এরপর চলতি বছরে হালুয়া অনুষ্ঠানের ছবি প্রকাশ হয়নি। এদিকে, সামনেই রয়েছে দিল্লিতে বিধানসভা ভোট। তার ৪ দিন আগে পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট ২০২৫। সেই বাজেটের আগে আয়োজিত হয় হালুয়া অনুষ্ঠান। তা ঘিরেই এদিন সংসদে সরব হয়েছেন রাহুল।