বাংলা নিউজ > ঘরে বাইরে > Rahul's look-alike in Bharat Jodo Yatra: 'ভারত জোড়ো যাত্রা'-য় যোগ রাহুলের 'ডুপ্লিকেট' ফয়জলের, পরলেন টি-শার্ট: ভিডিয়ো

Rahul's look-alike in Bharat Jodo Yatra: 'ভারত জোড়ো যাত্রা'-য় যোগ রাহুলের 'ডুপ্লিকেট' ফয়জলের, পরলেন টি-শার্ট: ভিডিয়ো

রাহুলের ‘ডুপ্লিকেট’ ফয়জল চৌধুরী (বাঁদিকে), ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী (ডানদিকে)। (ছবি সৌজন্যে এএনআই এবং পিটিআই)

Rahul's look-alike in Bharat Jodo Yatra: উত্তরপ্রদেশে 'ভারত জোড়ো যাত্রা'-য় যোগ দেন রাহুল গান্ধীর ‘ডুপ্লিকেট’ ফয়জল চৌধুরী। রাহুলের মতোই টি-শার্ট পরে যাত্রায় যোগ দেন। তাঁর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

যেন রাহুল গান্ধী। একঝলক দেখলে সেটাই মনে হবে। আর উত্তরপ্রদেশে কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'-য় ‘স্টার’ হয়ে উঠলেন সেই ফয়জল চৌধুরী। যিনি ভিড়ের মধ্যেই নজর কেড়ে নেন। রাহুলের মতোই টি-শার্ট পরে যাত্রায় যোগ দেন। তাঁর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

বুধবার শামলির আইলুম গ্রামে রাতের বিরতির পর বৃহস্পতিবার সকাল ছ'টায় ফের কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা' শুরু হয়। হাড়কাঁপানো ঠান্ডা এবং ঘন কুয়াশা সত্ত্বেও তেরঙা হাতে যাত্রায় সামিল হন প্রচুর মানুষ। তারইমধ্যে ‘স্টার’ হয়ে ওঠেন মীরাটের কংগ্রেস নেতা ফয়জল।

পুরোপুরি রাহুলের মতো দেখতে না হলেও অনেকেই একঝলক দেখে তাঁকে কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা ওয়াইনাডের সাংসদ ভেবে বসেন। বিশেষত টি-শার্ট পরে 'ভারত জোড়ো যাত্রা'-য় হাঁটতে গিয়েছে রাহুলকে, ফয়জলও সেরকম জামা পরে থাকায় গুলিয়ে ফেলেন অনেকে। তবে রাহুলের তুলনায় তাঁর মুখে দাঁড়ি কিছুটা কম ছিল। মাথায় চুলও কিছুটা কম।

আরও পড়ুন: Rahul Gandhi on T-Shirt: 'আমি তাও টি-শার্ট পরি, অনেকে তো ছেঁড়া জামা পরে; টিভিতে তা দেখানো হয় না', মন্তব্য রাহুল গান্ধীর

সংবাদসংস্থা এএনআইকে ফয়জল বলেন, 'আমি মীরাটের কংগ্রেস কমিটির সদস্য। (বুধবার) বিকেল থেকে আমি হাঁটছি। মানুষ বলেন যে আমি নাকি রাহুল গান্ধীর মতো দেখতে। সেটা শুনে বেশ ভালোই লাগে। আমার সঙ্গে ছবিও তোলেন তাঁরা। সবথেকে ভালো বিষয় হল যে আমিও কংগ্রেসের কর্মী।' সঙ্গে তিনি বলেন, ‘এই ভারত জোড়ো যাত্রার মাধ্যমে ইতিবাচক বার্তা যাচ্ছে। আমরা বিদ্বেষ, কৃষক এবং বেকারত্বের মতো বিষয়গুলি তুলে ধরছি।’

হরিয়ানায় প্রবেশ 'ভারত জোড়ো যাত্রা'-র

বৃহস্পতিবার ফের হরিয়ানায় প্রবেশ করেছে কংগ্রেসের ‘ভারত জোড়া যাত্রা’। সংবাদসংস্থা পিটিআইকে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা বলেছেন, 'সন্ধ্যায় পানিপথের সানোলি সীমান্ত দিয়ে হরিয়ানায় ঢুকেছে যাত্রা। মা'কে (সোনিয়া গান্ধী) দেখতে দিল্লিতে গিয়েছেন রাহুলজি। যিনি (সোনিয়া) অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার সকালে তিনি (রাহুল) পানিপথে ফিরে আসবেন এবং হরিয়ানা পর্বের যাত্রা শুরু করবেন।'

আরও পড়ুন: Rahul Gandhi on wearing sweater: 'ঠান্ডা লাগলে নয়, শীতে ভয় পাওয়া লোকই সোয়েটার পরেন', ভাইরাল রাহুল গান্ধীর উবাচ

হরিয়ানা বিধানসভার বিরোধী দলনেতা ভূপিন্দর আরও জানিয়েছেন, শুক্রবার যাত্রার যা সূচি আছে, সেইমতোই যাবতীয় সভা ও অনুষ্ঠান হবে। শুক্রবার পানিপথে একটি জনসভাও আছে বলে জানিয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী।

ঘরে বাইরে খবর

Latest News

KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.