নিজের দলের ভুল স্বীকার করে নিলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি স্বীকার করে নিয়েছেন, যে ১৯৯০ এর দশকে কংগ্রেস ক্ষমতায় থাকার সময় দলিত এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করেনি। এর জন্য নাম না করে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাওকে কাঠগড়ায় তুলেছেন। রাহুল গান্ধীর বক্তব্য, কংগ্রেস এই সম্প্রদায়ের মানুষদের আস্থা ধরে রাখতে পারলে আরএসএস বা বিজেপি কখনও ক্ষমতায় আসতে পারত না।
আরও পড়ুন: তিনি শীশমহলে আর আপনাদের খেতে হয় নোংরা জল, কেজরিওয়ালকে বড় চ্যালেঞ্জ রাহুলের
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দিল্লির জনসভায় বক্তৃতা দিতে গিয়ে রাহুল বলেন, ‘আমাকে বলতে হবে যে বিগত ১০-১৫ বছরে কংগ্রেসের যা করা উচিত ছিল তা করেনি। কংগ্রেস যদি দলিত, অনগ্রসর শ্রেণি এবং সবচেয়ে পিছিয়ে পড়া মানুষদের আস্থা বজায় রাখত, তাহলে আরএসএস কখনই ক্ষমতায় আসতে পারত না।’ রাহুলের মতে, ওবিসি এবং দলিতরা কংগ্রেস থেকে দূরে সরে যেতে শুরু করেছিল যখন যখন গান্ধীরা দলের নেতৃত্বে ছিলেন না। তিনি জানান, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় পূর্ণ আস্থা বজায় ছিল। দলিত, উপজাতি, সংখ্যালঘু এবং বেশিরভাগ পিছিয়ে পড়া সম্প্রদায় জানত যে তিনি তাদের জন্য লড়াই করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবেন ৷ কিন্তু ১৯৯০- এর দশকের পরে ত্রুটিগুলি সামনে আসতে থাকে এবং এটিকে মেনে নিতে হবে। রাহুল নাম না করলেও তিনি নরসিংহ রাওয়ের জমানাকেই কাঠগড়ায় তুলেছেন বলে মত রাজনৈতিক মহলের।
প্রসঙ্গত, ইন্দিরা গান্ধী নিহত হয়েছিলেন ১৯৮৪ সালে। এরপরে প্রধানমন্ত্রী হন রাহুলের বাবা রাজীব গান্ধী। পরে ১৯৯১ সালে নির্বাচনী প্রচারে তিনি নিহত হন। এরপরই নব্বইয়ের দশকে কাশী রাম এবং মায়াবতীর অধীনে বিএসপি দলিতদের মধ্যে কংগ্রেসের সমর্থনের একটি বিশাল অংশ দখল করে নিয়েছিল। তারপরেই কংগ্রেসের দলিত ভোটে ধস নামে। রাহুল গান্ধী দলিত এবং পিছিয়ে পড়াদের জন্য আরও বেশি করে কংগ্রেসের মধ্যে জায়গা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কংগ্রেসের আসল ভিত্তি ফিরে আসলে বিজেপি এবং আরএসএসকে পালিয়ে যেতে হবে। রাহুল বলেন, ‘সমস্যা হল আমাদের মধ্যে কোনও ঐক্য নেই। আমাদের ঐক্য নিয়ে কাজ করতে হবে এবং সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে...। হয়ত কয়েক বছর সময় লাগবে..।’
এছাড়াও এদিনের সভায় রাহুল আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন। তাঁদের সংরক্ষণ বিরোধী এবং দলিত বিরোধী বলে সমালোচনা করেছেন। তিনি মোদীকে কিউবার প্রয়াত নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে তুলনা করেন।