'ভারতের যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে বিজেপি!' দেশের একাধিক রাজ্য তথা কেন্দ্রের শাসকদলকে ঠিক এই ভাষাতেই এবার আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ-সহ ভারতের নানা অংশে চলতে থাকা ছাত্র সমাজের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে নিশানা করলেন কংগ্রেসের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে।
বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন রাহুল। বিজেপি জমানায় ছাত্র ও যুবদের দূরবস্থা ও তাঁদের প্রতি সরকারের বঞ্চনা তুলে ধরতে ছাত্র তথা যুবসমাজকে মহাভারতের ট্র্যাজিক চরিত্র একলব্যের সঙ্গে তুলনা করলেন তিনি।
রাহুল তাঁর এক্স পোস্টে লিখেছেন, বিজেপি 'ভারতের যুবসমাজের বুড়ো আঙুল কেটে দিয়েছে! ঠিক একলব্যের মতোই তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে।'
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি পদে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলছে, তারও তীব্র সমালোচনা করেছেন রাহুল গান্ধী।
তিনি লিখেছেন, 'সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সরকার যদি ব্যর্থ হয়, তাহলে তা বিরাট অবিচার। প্রথমত, নিয়োগ ঘোষণা করা হয় না। এমনকী, যদি নিয়োগের কথা ঘোষণাও করা হয়, তাহলেও সময় মতো পরীক্ষা নেওয়া হয় না। আর যদি পরীক্ষা নেওয়া হয়, তাহলে আগে থাকতেই তার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। তারপর যদি যুবসমাজ এর প্রতিবাদ করে, তখন তাদের কণ্ঠস্বর নির্মমভাবে স্তব্ধ করে দেওয়া হয়।'
এই প্রসঙ্গে মধ্যপ্রদেশের একটি ঘটনা উল্লেখ করেছেন রাহুল। তাঁর অভিযোগ, মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন (এমপিপিএসসি)-এ ঘটা কিছু অনিয়মের প্রতিবাদ করেছিলেন দুই যুবক। এর জন্য পুলিশ তাঁদের গ্রেফতার করে।
এই ঘটনাটি নিয়ে মধ্যপ্রদেশ কংগ্রেসের তরফে একটি পোস্ট করা হয়েছিল এক্স হ্যান্ডেলে। সেই পোস্টের প্রেক্ষিতেই রাহুল গান্ধী লেখেন, 'উত্তরপ্রদেশ ও বিহারে সদ্য যে ঘটনা ঘটেছে, তারপর এবার মধ্যপ্রদেশে এমপিপিএসসি সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় দুই যুবককে গ্রেফতার করে জেলে ভরে দেওয়া হয়েছে।...'
'এই ঘটনা তখন ঘটেছে, যখন কিনা খোদ মুখ্যমন্ত্রী ছাত্রদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন! বিজেপি সরকার ছাত্রসমাজের বিশ্বাসভঙ্গ করেছে। গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট করে দিয়েছে।'
এই প্রেক্ষাপটে তিনি অন্তত ছাত্রদের পাশে থাকবেন বলেই আশ্বাস দিয়েছেন রাহুল গান্ধী। তিনি লিখেছেন, 'অধিকার আদায়ের লড়াইয়ে আমরা ছাত্রসমাজের পাশে আছি। অধিকার আদায়ের দাবিতে দেশের যুবসমাজ যে আওয়াজ তুলেছে, বিজেপি তা স্তব্ধ করে দিতে চাইছে। আমরা সেটা কিছুতেই হতে দেব না।'