সামনেই হরিয়ানায় ভোট। ভোট রয়েছে জম্মু ও কাশ্মীরেও। এদিকে, তার আগে, মার্কিন সফরে রাহুল গান্ধী। কংগ্রেস নেতা তথা বিরোধী দলনেতা রাহুল তাঁর আমেরিকার সফরে গিয়ে ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু মন্তব্য করেছেন। যারপর পাল্টা তোপ দেগেছে বিজেপি। মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় প্রবাসীদের একটি অনুষ্ঠানে রাহুল গান্ধী বক্তব্য রাখেন। সেখানে তাঁর ভাষণে উঠে আসে শিখ সম্প্রদায়কে নিয়ে একটি মন্তব্য।
আমেরিকার মাটিতে দাঁড়িয়ে রাহুল গান্ধী বলেন, ভারতে লড়াইটা শিখ সম্প্রদায়ের মানুষ পাগড়ি পরকে পারবেন কিনা, কড়া পরতে পারবেন কিনা, কিম্বা গুরুদোয়ারায় যেতে পারবেন কি না, তা নিয়ে। এদিকে, রাহুলের মন্তব্যের পাল্টা বিজেপি তোপ দাগে। বিজেপির তরফে পাল্টা মনে করিয়ে দেওয়া হল ১৯৮৪ সালের শিখ দাঙ্গার কথা। এদিকে, আমেরিকায় দাঁড়িয়ে প্রবাসীদের অনুষ্ঠানে রাহুল গান্ধী ভারতের রাজনৈতিক লড়াই নিয়ে বলেন,' প্রথমেই বুঝতে হবে, লড়াইটা রাজনীতি নিয়ে নয়। লড়াইটা হল.. শিখদের কি অনুমতি দেওয়া হবে, পাগড়ি, কড়া পরার জন্য, কিম্বা গুরুদোয়ারায় যাওয়ার জন্য। এটা শুধু শিখদের জন্য নয়, সব ধর্মের মানুষের জন্য।' ওই অনুষ্ঠানে হাজির ছিলেন তামিলনাড়ু, পঞ্জাব, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরলের বহু মানুষ। সেই মানুষদের নামকরণের উদ্দেশে রাহুল বলেন, ‘ এগুলো শুধু নাম নয়, তাঁরা আপনার ইতিহাস, ভাষা এবং ঐতিহ্যের প্রতিনিধিত্ব করেন।’
রায়বরেলির সাংসদের মন্তব্য খুব একটা ভালোভাবে নেয়নি বিজেপি। উল্লেখ্য, সামনেই হরিয়ানায় ভোট। ভোট হবে জম্মুতেও। সেখানে বহু শিখ ধর্মাবলম্বী মানুষের বসবাস। এদিকে, রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা তোপে বিজেপির তরফে আরপি সিং ১৯৮৪ সালের প্রসঙ্গ মনে করিয়ে বলেন,' দিল্লিতে ৩০০০ শিখের গণহত্যা হয়েছিল, তাঁদের পাগড়ি খুলে ফেলা হয়েছিল, তাঁদের চুল কেটে ফেলা হয়েছিল এবং দাঁড়ি কামানো হয়েছিল।' এরই সঙ্গে তিনি বলেন,' তিনি (রাহুল গান্ধী) বলেন না যে তাঁরা (কংগ্রেস) যখন ক্ষমতায় ছিল তখন এটি হয়েছিল।' রাহুলকে চ্যালেঞ্জ করে ওই বিজেপি নেতা বলেন,' আমি রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ জানাই যে তিনি শিখদের সম্পর্কে যা বলছেন তা ভারতে পুনরাবৃত্তি করুন এবং তারপরে আমি তাঁর বিরুদ্ধে মামলা করব এবং তাঁকে আদালতে টেনে আনব।'