বাংলা নিউজ > ঘরে বাইরে > কৃষি আইন প্রত্যাহারে 'জয়' উদযাপন রাহুলের, মোদীকে ‘ধন্যবাদ’ জ্ঞাপন অমরিন্দরের

কৃষি আইন প্রত্যাহারে 'জয়' উদযাপন রাহুলের, মোদীকে ‘ধন্যবাদ’ জ্ঞাপন অমরিন্দরের

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী  (HT_PRINT)

কৃষি আইন প্রত্যাহারের পরই টুইট করে 'জয়' উদযাপন করা হয় কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলের তরফে।

কৃষি আইন প্রত্যাহার করার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই পদক্ষে ররাজনৈতিক মাস্টারস্ট্রোক নাকি আন্দোলনের সামনে মাথা ঝোঁকানো, তা নিয়ে বিতর্ক-আলোচনা শুরু হল বলে। এরই মাঝে নিজেদের 'জয়' দেখতে শুরু করে দিলেন বিরোধীরা। কৃষি আইন নিয়ে মোদীর সিদ্ধান্তের পরই রাহুল গান্ধী থেকে শুরু করে ডেরেক ও'ব্রায়েনরা টুইট করেছেন। টুইট করে 'জয়' উদযাপন করা হয় কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলের তরফেও।

এদিন এই প্রসঙ্গে রাহুল গান্ধী এদিন টুইট করে লেখেন, 'সত্যাগ্রহের মাধ্যমে দেশের অন্নদাতারা তাঁদের মাথা ঝুঁকিয়ে দিলেন, যাঁরা ঔদ্ধত্যে পরিপূর্ণ ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে এই জয়ে সবাইকে শুভেচ্ছা। জয় হিন্দ, জয় কিষাণ!' এই বিষয়ে কংগ্রেসের তরফে টুইট করে লেখা হয়, 'অভিমান ভেঙেছে, জিতেছে আমার দেশের কিষাণ।' এদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ডেরেক ও'ব্রায়েন এদিন টুইট বার্তায় লেখেন, 'অহংকারের হার। ঔদ্ধত্য থেকে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছে।'

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি আইন প্রত্যাহারের পরপর তাঁরে ধন্যবাদ জানান কংগ্রেস ত্যাগী ক্যাপ্টেন অমরিন্দর সিং। এট টুইট বার্তায় তিনি লেখেন, 'দুর্দান্ত খবর! সব পঞ্জাবির দাবি মেনে নিয়ে গুরু নান জয়ন্তীর দিন তিনটি কৃষি আইন প্রত্যাহার করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। আমি নিশ্চিত কেন্দ্রীয় সরকার কৃষকদের উন্নয়নের জন্য কাজ জারি রাখবে।'

প্রসঙ্গত, দীর্ঘ আন্দোলনের পর আজকে তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে পঞ্জাব নির্বাচনের কথা মাথায় রেখে অমরিন্দর সিংয়ের নয়া দলের সঙ্গে বিজেপির জোটের জল্পনা তুঙ্গে উঠেছিল। অমরিন্দর নিজে জানিয়েছিলেন, 'কৃষকদের সমস্যা' মেটালে বিজেপির সঙ্গে জোট করবেন তিনি। এই আবহে মোদীর এই পদক্ষেপের নেপথ্যে থাকা রাজনৈতিক চাল নিয়ে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে বিরোধীরাও এই পদক্ষেপকে নিজেদের 'জয়' হিসেবে তুলে ধরতে মরিয়া।

পরবর্তী খবর

Latest News

উধাও লম্বা চুল, নতুন হেয়ার কাটের সঙ্গে টুপি পরে শাহরুখ! এ কেমন চুল কাটলেন বাদশা LIVE: আজ কাটবে জট? একগুচ্ছ প্রশ্ন নিয়ে আলো ফুটল জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে ধনু-মকর-কুম্ভ-মীনের বুধবার কেমন কাটবে? জানুন রাশিফল দুর্গাপুজোয় ফোন কেনার প্ল্যান? জিও ফোন প্রাইমা২ পাবেন ৩ হাজার টাকার মধ্যে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল প্রাইভেট গাড়িতে GNSS থাকলে হাইওয়ে-সফরে বড় ছাড়! বুধে ৭ জেলায় সতর্কতা, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ৪টিতে, শুক্র ও শনিতে কোথায় হবে? বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.