তাঁকে সাধারণত রাজনীতির ময়দানেই জোরালো কণ্ঠে বক্তব্য রাখতে দেখা যায়। তবে এবার দিওয়ালির আবহে কার্যত ‘ঘরোয়া’ ভূমিকাতে দেখা গেল রাহুল গান্ধীকে। সঙ্গে ছিলেন তাঁর ভাগ্নে প্রিয়াঙ্কা গান্ধীর পুত্র রাইহান রাজীব বঢরা। উল্লেখ্য, রাইহানের মা প্রিয়াঙ্কা আসন্ন কেরলের ওয়েনাড় উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী। এই প্রথমবার প্রিয়াঙ্কা নামছেন ভোট ময়দানে। তার আগে প্রিয়াঙ্কার পুত্রকে নিয়ে এক ভিডিয়ো তুলে ধরেছেন রাহুল।
দীপাবলিতে দেশের নান প্রান্তের বহু বাড়িতে হয় লক্ষ্মীপুজো। আর সেই লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অনেকেই বাড়ি পরিষ্কার করেন। বাড়িতে রঙ করান। আর সেই রঙের কাজ যে কতটা চ্যালেঞ্জিং তা তুলে ধরলেন রাহুল। দিওয়ালির আগে, বাড়ি রঙ করার কাজে হাত লাগালেন রাহুল গান্ধী। কর্মীদের সঙ্গে কথা বললেন। একসঙ্গে খেলেন চা। একসঙ্গে ধরাধরি করে সরালেন টব। ঠিক যেন আর চার পাঁচটা বাড়ির সদস্যদের মতো দেখছিলেন বাড়ির এই কাজ কর্ম। বাড়ি রঙের এই কাজে রাহুল সঙ্গে নিলেন ভাগ্নেকে। ভাগ্নের সঙ্গে এই কাজ নিয়ে কথাও বললেন রাহুল। নিজে রঙ করতে গিয়ে এই কাজের চ্যালেঞ্জের কথা তুলে ধরলেন তিনি। শ্রমিকরা জানান, কতটা ঝুঁকি পূর্ণ এই কাজ তাঁদের জন্য। রাহুল শুধু যে এই কাজেই অংশ নিয়েছেন তা নয়। দিওয়ালির আগে মাটির পাত্র বানানোর কাজেও তিনি অংশ নেন। মৃৎশিল্পীদের ঘরে গিয়ে রাহুল দেখেন কীভাবে তাঁরা কাজ করেন। নিজের হাতে চেষ্টা করেন সেই কাজ করতে।
এক সোশ্যাল মিডিয়া পোস্টে রাহুল লেখেন,' বিশেষ কয়েকজনের সঙ্গে একটি স্মরণীয় দীপাবলি - আমি কিছু পেন্টার ভাইদের সাথে কাজ করে এবং একটি কুমোর পরিবারের সাথে মাটির প্রদীপ তৈরি করে এই দীপাবলি উদযাপন করেছি। আমি তাঁদের কাজ ঘনিষ্ঠভাবে দেখেছি, তাঁদের দক্ষতা শেখার চেষ্টা করেছি এবং তাদের সমস্যা এবং অসুবিধাগুলি বুঝতে পেরেছি।' মামা-ভাগ্নের এক জোট হয়ে এই বাড়ি রঙের ভিডিয়ো বেশ জনপ্রিয়তা পাচ্ছে। মুহূর্তে তা ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা গেছে রাহুল গান্ধী তাঁর ১০, জনপথের বাসভবনে কর্মীদের কাছ থেকে দেয়াল আঁকা শিখছেন যখন তিনি সাদা করার কাজে হাত দেওয়ার চেষ্টা করেছিলেন। এটি একজন মহিলা কুমোরের বাড়িতে মৃৎশিল্পে তাঁর সঙ্গে হাত লাগানোর দৃশ্যও ক্যামেরা বন্দি হয়েছে। সেখানে গিয়ে তিনি প্রদীপ তৈরি করেছিলেন যা তিনি বলেছিলেন যে তিনি তাঁর মা এবং বোনকে উপহার দেবেন।