লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আরও একবার আম আদমি পার্টির (এএপি) আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করেছেন, ‘দিল্লিকে প্যারিসের মতো সুন্দর করে তোলার’ অতীতের প্রতিশ্রুতিকে কটাক্ষ করেছেন রাহুল।
এক্স-এ কংগ্রেস নেতার শেয়ার করা একটি ভিডিওতে রাহুলকে দিল্লির একটি খালের পাশে হাঁটতে দেখা যায়।
ভিডিওর ক্যাপশনে রাহুল লেখেন, 'এটা কেজরিওয়ালের 'উজ্জ্বল' দিল্লি-দিল্লি প্যারিসের মতো।
ভিডিওতে রাহুল গান্ধী বলেন, 'সব জায়গাতেই একই অবস্থা।
২০১৯-এ কী বলেছিলেন কেজরিওয়াল?
২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়েছিলেন, আম আদমি পার্টি রাজধানীর সাতটি আসনেই জিতলে দিল্লিকে বিশ্বের অন্যান্য রাজধানী শহরের মতো সুন্দর করে গড়ে তুলবেন।
আজ দিল্লির চারিদিকে আবর্জনা আর ময়লা-আবর্জনা দেখা যাচ্ছে। আপনারা অনেকেই নিশ্চয়ই বিদেশ ভ্রমণ করেছেন। উদাহরণ হিসেবে অন্যান্য দেশের রাজধানীর কথাই ধরা যাক। উদাহরণস্বরূপ, প্যারিস, লন্ডন, ওয়াশিংটন, টোকিও এবং অন্যান্য উন্নত দেশগুলি। এত সুন্দর শহর ওরা। আমরা কি দিল্লিকে সুন্দর করতে পারি না? হ্যাঁ, আমরা পারি,' তিনি বলেছিলেন।
আমরা যদি দিল্লির হাসপাতাল ও স্কুলগুলিকে উন্নত করতে পারি এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো শহরকে সংযুক্ত করতে পারি তবে আমরা দিল্লিকেও নোংরা ও আবর্জনা মুক্ত করতে পারি। কিন্তু বন্ধুগণ, এমসিডি দিল্লি সরকারের অধীনে আসে না। যদি দিল্লি একটি পূর্ণ রাজ্য হয়ে ওঠে, আমরা শহরটিকে এতটাই পরিষ্কার করে তুলব যে আপনি দিল্লির জন্য গর্বিত হবেন,' কেজরিওয়াল বলেছিলেন , যিনি তখন দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
কেজরিওয়াল বনাম রাহুল গান্ধী বাকযুদ্ধ
সোমবার দিল্লির সিলামপুরে একটি জনসভায় কেজরিওয়ালকে আক্রমণ করেন রাহুল গান্ধী।
তিনি বলেন, অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতি দূর করার কথা বলেছিলেন। তিনি কি দুর্নীতি দূর করতে পেরেছেন? মোদীজির মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার প্রচারের মতোই তিনিও একই কৌশল নিচ্ছেন। দিল্লিতে দূষণ, দুর্নীতি ও মুদ্রাস্ফীতি বাড়ছে।
কেজরিওয়াল পাল্টা বলেছিলেন, 'ওঁর লড়াই কংগ্রেসকে বাঁচানো, আমার লড়াই দেশকে বাঁচানো।
এবার একটা খালের পাশে হাঁটতে হাঁটতে রাহুল বলেন, একেবারে চমকাচ্ছে। প্যারিসের মতো দিল্লি। দেখো দিল্লি দেখো। চমকাচ্ছে দিল্লি। প্যারিসের মতো দিল্লি। সব জায়গায় একই পরিস্থিতি। রাহুলকে বলতে শোনা যায় ওই ভিডিয়োতে।
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন এবং ভোট গণনা হবে ৮ ফেব্রুয়ারি।
(পিটিআই ইনপুট সহ)