এত দিন অরবিন্দ কেজরিওয়ালের বিলাসবহুল প্রাসাদ নিয়ে বিজেপি কটাক্ষ, সমালোচনা করে এসেছে। এবার সেই একই সুর শোনা গেল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর গলায়! যদিও কেজরিওয়ালের আম আদমি পার্টি এবং কংগ্রেস গত লোকসভা নির্বাচনে একযোগে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছিল! অথচ, আগামী ৫ ফেব্রুয়ারির দিল্লি বিধানসভা নির্বাচনে তারা পরস্পরের প্রতিপক্ষ।
রবিবার আপ নেতা তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে রীতিমতো তুলোধনা করেন রাহুল। তাঁর কটাক্ষ, আম আদমি পার্টি (আদতে কেজরিওয়াল) 'ওয়্যাগনর'-এ (যা খুব সাধারণ মানের এবং দামের চারচাকা গাড়ি) চড়ে এসেছিল। আর, সেখান থেকে সোজা 'শিস মহল'-এ (কেজরিওয়ালের বর্তমান প্রাসাদোপম বাড়ি) ঢুকে গেল!
এর অর্থ খুবই সোজা। রাহুল আসলে বলতে চেয়েছেন, যে অরবিন্দ কেজরিওয়াল একটা সময় সত্যিকারের একজন 'আম আদমি'র মতোই খুব সাধারণ মানের ওয়্যাগনর গাড়িতে চড়ে যাতায়াত করতেন, এখন সেই তিনিই 'শিস মহল'-এর মতো প্রাসাদে বসবাস করেন!
রবিবার দিল্লির হজ কাজি এলাকায় আয়োজিত একটি নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী বলেন, 'অরবিন্দ কেজরিওয়াল ওয়্যাগনর চড়ে এলেন, সোয়েটার পরলেন এবং খুঁটিতে চড়ে বসলেন! তারপর খুঁটি থেকে নেমে এলেন এবং সোজা শিস মহলে পৌঁছে গেলেন!'
উল্লেখ্য, কেজরিওয়ালের এই তথাকথিত 'শিস মহল'টির ঠিকানা হল - দিল্লির ৬ নম্বর, ফ্ল্যাগস্টাফ রোড। সম্প্রতি এই বাড়িটির সংস্কার করা হয়। যার পর সেটিকে আর কোনও সাধারণ বাড়ি বলে মনে হবে না। বরং, দেখে মনে হবে কোনও প্রাসাদ বুঝি! যা অরবিন্দ কেজরিওয়ালের 'আম আদমি' ভাবমূর্তির সঙ্গে বেশ বেমানান।
এই বিষয়টি নিয়ে প্রথম আলোচনা শুরু হয় বিজেপির সৌজন্যে। তারা রীতিমতো ভিডিয়ো প্যাকেজ তৈরি করে অরবিন্দ কেজরিওয়ালের রাজকীয় প্রাসাদ নিয়ে প্রচার শুরু করে। সেখান থেকেই 'শিস মহল' নামটিও প্রচারে চলে আসে। আর, এবার সেই শিস মহল নিয়ে কটাক্ষ শোনা গেল রাহুলের কণ্ঠে!
রবিবারের নির্বাচনী মঞ্চ থেকে বিজেপির সুরেই একের পর এক ইস্যুতে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং আপ সরকারের সমালোচনা করেন রাহুল। তিনি বলেন, কেজরিওয়াল আজও দিল্লিবাসীকে পরিস্রুত জল সরবরাহ করতে পারেনি।
নির্বাচনী সভার মঞ্চে রাহুলের হাতে জল সমেত একটি বোতল দেখা যায়। তিনি সেটি দেখিয়ে জনতার উদ্দেশে বলেন, 'দিল্লির মানুষ এই জল পান করছে। এই জলে দুর্গন্ধ রয়েছে। কিন্তু, অরবিন্দ কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি দিল্লিবাসীকে পরিস্রুত জল দেবেন।'