বাংলা নিউজ > ঘরে বাইরে > Rahul Gandhi Speech in Rain Video: ‘কিছুই আটকাতে পারবে না আমাদের’, প্রবল বৃষ্টিতে আগুন ঝরানো ভাষণ রাহুলের!

Rahul Gandhi Speech in Rain Video: ‘কিছুই আটকাতে পারবে না আমাদের’, প্রবল বৃষ্টিতে আগুন ঝরানো ভাষণ রাহুলের!

কংগ্রেস নেতা রাহুল গান্ধী  (ANI)

টুইটবার্তায় ক্যাপশনে রাহুল লেখেন, ‘আমরা ভারতকে ঐক্যবদ্ধ করব। কেউ আমাদের আটকাতে পারবে না। ভারতের আওয়াজ তোলার ক্ষেত্রে আমাদের কেউ আটকাতে পারবে না। কন্যাকুমারী থেকে কাশ্মীর যাব আমরা। ভারত জোড়ো যাত্রা কেউ আটকাতে পারবে না।’

কংগ্রেসের ‘ভারত জোড়ো’ যাত্রা কর্ণাটকে পৌঁছেছে। সেই যাত্রার অংশ হিসেবে আজ মাইসোরে এক জনসভায় ভাষণ রাখেন রাহুল গান্ধী। তাঁর ভাষণের সময় প্রবল বৃষ্টি নামে। তবে রাহুল ছাতা না নিয়েই ভাষণ দিতে থাকেন। এর আগে গত ২১ জুলাই এই একই ভাবে বৃষ্টিতে ভিজতে ভিজতে কলকাতায় ভাষণ দিতে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ সেই একই ভাবে বৃষ্টিতে ভিজে ভাষণ দিতে দেখা গেল রাহুল গান্ধীকে।

এই ভাষণের একটি ক্লিপ রাহুল নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমরা ভারতকে ঐক্যবদ্ধ করব। কেউ আমাদের আটকাতে পারবে না। ভারতের আওয়াজ তোলার ক্ষেত্রে আমাদের কেউ আটকাতে পারবে না। কন্যাকুমারী থেকে কাশ্মীর যাব আমরা। ভারত জোড়ো যাত্রা কেউ আটকাতে পারবে না।’ এই একই ভিডিয়ো পোস্ট করে কংগ্রেসের তরফে টুইট বার্তায় লেখা হয়, ‘কোন অজুহাত নেই। আছে শুধু আবেগ। লক্ষ্য অর্জন থেকে ভারত জোড়ো যাত্রাকে কেই আটকাতে পারবে না। কোনও বাধাই যথেষ্ট নয়।’

কেরল ছাড়িয়ে সম্প্রতি কংগ্রেসের এই যাত্রা প্রবেশ করেছে কর্ণাটকে। ২১ দিন ধরে কর্ণাটকে এই যাত্রা চলবে। এরই মাঝে জানা গেল, আগামী ৬ অক্টোবর ছেলের সঙ্গে ভারত জোড়ো যাত্রায় যোগ দেবেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধী। গত ৭ সেপ্টেম্বর শুরু হওয়া এই যাত্রায় এই প্রথমবার পা মেলাবেন সনিয়া গান্ধী। বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকে দাঁড়িয়ে দলের সমর্থকদের উদ্দেশে সোনিয়া কী বার্তা দেন সেদিকেই নজর থাকবে সবার।

 

বন্ধ করুন