বাংলা নিউজ > ঘরে বাইরে > এটা উৎসবের সময় নয়, ‘টিকা উৎসব’ নিয়ে মোদীকে কটাক্ষ রাহুলের

এটা উৎসবের সময় নয়, ‘টিকা উৎসব’ নিয়ে মোদীকে কটাক্ষ রাহুলের

রাহুল গান্ধী ফাইল চিত্র (HT_PRINT)

কংগ্রেস নেতা জানান, ভ্যাকসিনের জোগান কম থাকা রীতিমতো উদ্বেগের বিষয়।এটা কোনও উৎসবের কারণ হতে পারে না।

‌প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‌টিকা উৎসব’‌ নিয়ে এবার তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভ্যাকসিনের জোগান কম থাকার প্রসঙ্গ তুলে কংগ্রেস নেতা জানান, ভ্যাকসিনের জোগান কম থাকা রীতিমতো উদ্বেগের বিষয়। এটা কোনও উৎসবের কারণ হতে পারে না।একইসঙ্গে তাঁর প্রশ্ন, সারাদেশ জুড়ে যখন করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে, তখন ভ্যাকসিন দেশের মানুষকে না দিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে কেন? ‌এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

করোনা মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে টুইট করেন কংগ্রেস নেতা। তিনি বলেন,‘‌দেশের মানুষকে আরও ঝুঁকির মধ্যে ঠেলে দিয়ে ভ্যাকসিন বিদেশ রফতানি করা কী এখন ঠিক হচ্ছে। সরকারের উচিত এই পরিস্থিতিতে কোনও পক্ষপাতিত্ব না করে সব রাজ্যের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। করোনাকে একযোগে আমাদের পরাস্ত করতে হবে।’‌

সম্প্রতি মুম্বই শহরের বিভিন্ন ভ্যাকসিন প্রদানকারী সেন্টারে ভ্যাকসিনের জোগান কমে গেছে।চাহিদার তুলনায় জোগান কম থাকায় ২৫টি সেন্টার বন্ধ করে দিতে হয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১১ থেকে ১৪ এপ্রিল সারা দেশ ব্যাপী টিকা উৎসব করার কথা বলেছেন। মোদীর এই বক্তব্যই প্রেক্ষিতেই রাহুলের সাফ কথা, এটা মোটেও উৎসব করার সময় নয়।

উল্লেখ্য, সরকারের দেওয়া পরিসংখ্যানের ভিত্তিতে দেশে করোনা আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১০০,০৩১ মতো। প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ইতিমধ্যে মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ তোপে জানান, মহারাষ্ট্র সরকারের কাছে ১৫ লাখ ভ্যাকসিনের জোগান আছে, যা দিয়ে আর মাত্র তিনদিন চলবে। ইতিমধ্যে মুম্বই-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ভ্যাকসিন দেওয়ার সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে জোগান না থাকার কারণে। তিনদিনের মধ্যে যদি ভ্যাকসিন না আসে, তাহলে ভ্যাকসিন সেন্টারগুলিকে বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনও উপায় থাকবে না। সম্প্রতি মহারাষ্ট্র সরকারের সঙ্গে কেন্দ্রের ভ্যাকসিন দেওয়া নিয়ে পারস্পরিক বাকবিতণ্ডাও হয়।

ঘরে বাইরে খবর

Latest News

মস্কোয় সন্ত্রাসী হামলার পর এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.