বাংলা নিউজ > ঘরে বাইরে > মজার ছলে 'সব মোদী'কে চোর বলেছিলাম, সুরাতের আদালতে সাফাই রাহুলের

মজার ছলে 'সব মোদী'কে চোর বলেছিলাম, সুরাতের আদালতে সাফাই রাহুলের

সুরাতে রাহুল গান্ধী (ছবি সৌজন্যে পিটিআই) (PTI)

মোদী পদবীর সবাই চোর, এই মন্তব্যের জেরে মামলা হয় রাহুল গান্ধীর বিরুদ্ধে। সেই মামলার প্রেক্ষিতে এদিন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএন ডাভের কাছে নিজের জবানবন্দি নথিভুক্ত করেন রাহুল গান্ধী।

মোদী পদবীর সবাই চোর, দুই বছর আগে এহেন মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। সেই মন্তব্যের জেরে ফৌজদারি মানহানির মামলা হয়েছিল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে। সেই মামলার শুনানিতে হাজিরা দিতে এদিন সুরাতের আদালতে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। সেখানেই নিজের সেই মন্তব্য প্রসঙ্গে সাফাই দিতে গিয়ে রাহুল দাবি করেন, তিনি মজার ছলে সেই কথা বলেছিলেন। এদিন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএন ডাভের কাছে নিজের জবানবন্দি নথিভুক্ত করেন রাহুল গান্ধী।

উল্লেখ্য, এর আগেও এই মামলাতে আগেও একবার আদালতে হাজিরা দিয়েছেন রাহুল। ২০১৯ সালের ১১ অক্টোবর তিনি হাজিরা দেন। সেদিন তিনি দাবি করেছিলেন যে তিনি দোষী নন।

প্রসঙ্গত, রাহুল গান্ধী এই মন্তব্যটি করেছিলেন ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন। সেই বছরের ১৩ এপ্রিল তিনি কর্নাটকের কোলারে একটি জনসভায় অংশ নিয়ে বলেছিলেন, 'আমার একটা প্রশ্ন আছে। কেন সব চোরেদের নামের সঙ্গে মোদী যুক্ত থাকে, তা সে নীরব মোদী হোক, ললিত মোদী হোক বা নরেন্দ্র মোদী? আমরা জানি না যে এই ধরনের আরও কত মোদি বেরিয়ে আসবে।'

এরপরই অভিযোগ ওঠে যে যাঁদের পদবী মোদী, তাঁদের সকলকেই অপমান করেছেন রাহুল গান্ধী। এই নিয়ে ওই বছর ১৬ এপ্রিল সুরাতের বিধায়ক বিজেপির পূর্ণেশ মোদী রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।

এদিকে এই প্রসঙ্গে কংগ্রেসের দাবি, রাহুলের ওই মন্তব্যের উদ্দেশ্য ছিল শুধু নীরব মোদী ও ললিত মোদী ইস্যুতে নরেন্দ্র মোদীর সমালোচনা করা। তিনি মোদী পদবী আছে যাঁদের, তাঁদের প্রত্যেককে অপমান করতে চাননি।

 

ঘরে বাইরে খবর

Latest News

বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ‘ক্রু’ সিনেমায় ক্যামিয়ো রোলে দেখা যাবে তৈমুর-জেহকে? BTS ভিডিয়ো ঘিরে তুমুল হইচই 'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.