বাংলা নিউজ > ঘরে বাইরে > INDI জোট নাকি INDIA জোট… কোনটা ঠিক? US-এর অনুষ্ঠানে রাহুল উত্তর দিতেই মশকরার মুডে বিজেপি

INDI জোট নাকি INDIA জোট… কোনটা ঠিক? US-এর অনুষ্ঠানে রাহুল উত্তর দিতেই মশকরার মুডে বিজেপি

ইন্ডি নাকি ইন্ডিয়া জোট.. কোনটা ঠিক জানতে চেয়ে রাহুলের কাছে গিয়েছিল প্রশ্ন, কী বললেন তিনি? (PTI Photo)(PTI09_10_2024_000014B) (PTI)

আমেরিকার জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ওক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন রাহুল গান্ধী। সেখানে তাঁকে এক পড়ুয়া প্রশ্ন করেন। পড়ুয়ার প্রশ্নে উল্লেখ ছিল ‘ইন্ডি জোট’ শব্দের। রাহুল তাঁকে শুধরে দিয়ে বলতে যান, শব্দটি হল ‘ইন্ডিয়া জোট’।

লোকসভা ভোটে বিজেপি বিরোধী একাধিক দল জোটবদ্ধ হয়ে গড়েছে নয়া শিবির। সেই জোটের অংশিদার কংগ্রেস। জোটের নামকরণ হয়েছিল, I.N.D.I.A.। এই জোটকে বহু সময়ই অনেকে ইন্ডি জোট বলে থাকেব, আবার অনেকে ইন্ডিয়া ব্লক বলে থাকেন। আমেরিকায় সদ্য রাহুল গান্ধীর কাছে প্রশ্ন গিয়েছিল যে, এই জোটকে I.N.D.I.A. জোট বলা হবে, নাকি I.N.D.I জোট বলা উচিত? রাহুল যে উত্তর দিয়েছেন, তা নিয়ে পাল্টা মশকরার মেজাজে বিজেপির অমিত মালব্য কটাক্ষ করেছেন।

আমেরিকার জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ওক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন রাহুল গান্ধী। সেখানে তাঁকে এক পড়ুয়া প্রশ্ন করেন। পড়ুয়ার প্রশ্নে উল্লেখ ছিল ‘ইন্ডি জোট’ শব্দের। রাহুল তাঁকে শুধরে দিয়ে বলতে যান, শব্দটি হল ‘ইন্ডিয়া জোট’। এরপরই ওই পড়ুয়া পাল্টা প্রশ্ন করেন, ‘তাহলে I.N.D.I.A’ জোটের শব্দে A অক্ষরটি কীসের প্রতিনিধি? তখন রাহুল তার উত্তরে বলেন, জোটের পুরো ধারণাটি ছিল জনগণের কাছে তুলে ধরা যে ভারত আক্রান্ত। এবং এটি খুব সফল হয়েছিল।' রাহুল ওই ছাত্রকে এর আগে বলেন,' এটা ইন্ডি জোট নয়। এটা একটা বিজেপির ফ্রেমিং, এটা ইন্ডিয়া জোট।' কংগ্রেসের সাংসদ দাবি করেন, ‘ইন্ডি’ শব্দটি বিজেপি তৈরি করেছে। তিনি স্পষ্ট করে বলেন, ‘সাধারণত ভারতে সাধারণ মানুষ বলেন, ইন্ডিয়া জোট, তবে বিজেপি বলে ইন্ডি জোট।’

(Rahul on Sikh: ‘ভারতে লড়াইটা… শিখদের পাগড়ি, কড়া পরার অনুমতি নিয়ে ,’ US-এ মন্তব্য রাহুলের, '৮৪র গণহত্যা মনে করাল BJP )

( IIT Guwahati Protest: ‘সারা রাত মৃতদেহ ঝুলেছিল, ৮ ঘণ্টা পরে..’, পড়ুয়া মৃত্যুতে ফুঁসছে IIT গুয়াহাটি, কাঠগড়ায় কর্তৃপক্ষ)

এদিকে, রাহুলের এই মন্তব্যের ভিডিয়ো ফুটেজ তুলে ধরে বিজেপি। বিজেপির তরফে অমিত মালব্য বলেন,'বিদেশের মাটিতে এক বিদেশি ছাত্র শিখিয়ো দিলেন থার্ড টাইম ফেল রাহুল গান্ধীকে যে, কথাটা ইন্ডি জোট, ইন্ডিয়া জোট নয়।'

নরেন্দ্র মোদীকে মসনদ থেকে সরানোর বিষয়ে একমত হওয়া ছাড়া এই ধরনের বিভক্ত জোটের সাথে কংগ্রেস সরকার চালাতে পারবে কিনা, প্রশ্ন গেলে, রাহুল বলেন,' আমরা অনেক বিষয়ে একমত। আমরা একমত যে ভারতের সংবিধান রক্ষা করা উচিত। আমাদের মধ্যে বেশিরভাগই জাতি শুমারির ধারণার সাথে একমত… আপনার জন্য আমরা একমত নই, আমি মনে করি ভুল। দ্বিতীয় বিষয় হল সব জোটই সমঝোতা।'

 

 

 

 

পরবর্তী খবর

Latest News

‘বন্যাপ্রবণ এলাকা’ চিহ্নিত করা হয়নি, মমতাকে চিঠি লিখে দায়ী করলেন মোদীর মন্ত্রী কাজের কাজ কিছুই হচ্ছে না! দিল্লির দূষণ রোধে প্রশাসনের ভূমিকায় বিরক্ত শীর্ষ আদালত 'রাস্তা কঠিন' ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে জবাব দিলেন দেব, ফেব্রুয়ারিতে আসছে সুখবর আর কত কষ্ট সইতে হবে মেয়েদের? কলকাতার এই পুজোয় লজ্জায় মুখ ঢাকছেন মা বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে ইকো পার্কে দেখা গিয়েছে, দাবি পড়শি দেশের পুজোর বাজার এখনও চলছে? শপিংয়ের মাঝে দেখে নিন হ্যান্ডলুম শাড়ির রকমফের লড়াই অন্যত্র, 'রক্ত' ঝরল ভারতীয় বাজারে! উধাও ১১০০০ লাখ কোটি, কীভাবে লাভ হবে? পুজোয় বাড়িতে বিরিয়ানি বানানোর প্ল্যান? আগে জেনে নিন বিরিয়ানি-মাশলার রেসিপি ৩রা জুন ১৯৭৩ আপনার বিয়ে হয়েছিল প্রমাণ কই? আমিরের গুগলিতে ভ্য়াবাচ্যাকা অমিতাভ অষ্টমীর অঞ্জলি দিয়ে লুচির সঙ্গে এবার বেগুনের কোরমা হলে কেমন হয়? রইল রেসিপি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.