বাংলা নিউজ > ঘরে বাইরে > উন্নতি হচ্ছে রাহুলের, মনমোহনের স্বাস্থ্য নিয়েও কিছুটা উদ্বিগ্ন : সোনিয়া

উন্নতি হচ্ছে রাহুলের, মনমোহনের স্বাস্থ্য নিয়েও কিছুটা উদ্বিগ্ন : সোনিয়া

মনমোহন সিং। (ফাইল ছবি, সৌজন্য অমল কেএস/হিন্দুস্তান টাইমস)

দু'জনেই করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর রাহুল গান্ধীর শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। তবে মনমোহন সিংয়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেসের অন্তবর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী।

ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রাহুলের উন্নতি হচ্ছে। আপনারা তো জানেনই, করোনা একেবারেই অপ্রত্যাশিত রোগ। আমাদের কয়েকদিন অপেক্ষা করতে হবে এবং নজরে রাখতে হবে। অবশ্যই আমি মনমোহন সিংয়ের স্বাস্থ্যের বিষয়েও চিন্তিত। সেই সঙ্গে সহ-নাগরিকদের জন্যও উদ্বিগ্ন। যাঁরা এই মহামারীর কারণে অভূতপূর্ব সংকটের মুখে পড়েছেন। যা তাঁদের ভালোবাসার মানুষদের উপর প্রভাব ফেলছে। যা হচ্ছে, তা ভয়ংকর।’

করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ আসার পর গত ১৯ এপ্রিল প্রাক্তন প্রধানমন্ত্রীকে দিল্লির এইমসে ভরতি করা হয়। তাঁর সামান্য জ্বর ছিল। দিনকয়েক কংগ্রেসের সাধারণ সভাপতি রণদীপ সুরজেওয়ালা বলেন, 'মনমোহন সিংয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাঁর আর জ্বর আছে।' তারইমধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত হওয়ার পরদিনই রাহুল জানান, তাঁর শরীরেও ভাইরাসের অস্তিত্ব আছে। তারপর থেকে নিভৃতবাসে আছেন তিনি। টুইটারে বলেছিলেন, ‘মুদৃ উপসর্গ দেখা দেওয়ার পর করোনাভাইরাস পরীক্ষা করিয়েছিলাম। তাতে আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। যাঁরা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা দয়া করে যাবতীয় সুরক্ষাবিধি মেনে চলুন এবং সুরক্ষিত থাকুন।’

পরবর্তী খবর

Latest News

রয়েছে অত্যাধিক চাপ, ইস্তফা দিতে চাইছেন রায়গঞ্জ মেডিক্যালের সুপার ১৮ বছর পর কন্যায় শুক্র, সূর্য, কেতুর যুতি! দুর্গাপুজোর আগে লাকি কারা? ইলন মাস্কের সঙ্গে এবার এক সারিতে ভারতের আদানি, বিশ্বের প্রথম দুজন ট্রিলিওনার ফাস্ট ট্র্যাক কোর্টে সব মিলিয়ে জমে আছে দুই লক্ষেরও বেশি মামলা-রিপোর্ট United Arab Emirates Women বনাম Namibia Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? দলীপ ট্রফির দ্বিতীয় ম্যাচে অভিমন্যু ঈশ্বরনের দলে রিঙ্কু সিং, রিপোর্ট ‘‌সীমান্ত সিল করা হোক যাতে ওড়িশার মুরগি বাংলায় না ঢোকে’‌, কড়া নির্দেশ মমতার ‘বললেন কী করে? ছিঃ’, মমতার ‘উৎসবে ফিরে আসুন’ বার্তায় ক্ষুব্ধ মানসী-অনিন্দিতারা 'হাসপাতালটা বাপের নাকি করছ অবহেলা…' জুনিয়র চিকিৎসকদের কটাক্ষ করে প্যারোডি TMC-র বাদ যাচ্ছে অহিন্দু শব্দ, বহিরাগতদের প্রবেশ নিষেধ জানিয়ে বোর্ড থাকছে কেদারঘাটিতে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.