বাংলা নিউজ > ঘরে বাইরে > Rahul Gandhi: দেবতার মূর্তি স্পর্শ করায় জরিমানা, সেই দলিত পরিবারের সঙ্গে দেখা করলেন রাহুল

Rahul Gandhi: দেবতার মূর্তি স্পর্শ করায় জরিমানা, সেই দলিত পরিবারের সঙ্গে দেখা করলেন রাহুল

দলিত পরিবারের সঙ্গে রাহুল গান্ধী।

রাহুল গান্ধী ওই পরিবারের সঙ্গে দেখা করে তাদের এই যাত্রায় অংশগ্রহণ করার অনুরোধ করেন। একইসঙ্গে, কংগ্রেস দলের তরফে ওই পরিবারকে তাদের পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন রাহুল গান্ধী। সূত্রের খবর, রাহুল ওই পরিবারকে জানিয়েছেন, কংগ্রেস পদযাত্রার মাধ্যমে জাতপাতের ভেদাভেদের বিরুদ্ধে লড়াই করতে চাইছে।

দেবতার মূর্তি স্পর্শ করার দায়ে গত সেপ্টেম্বরে কর্ণাটকের কোপ্পাল জেলার একটি দলিত পরিবারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এবার সেই দলিত পরিবারের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রায় ওই দলিত পরিবারের সঙ্গে তিনি দেখা করলেন। দলিতদের মন টানতেই কংগ্রেস নেতার এমন পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।

‌তৃণমূলের সঙ্গে জোটে গেলে কেমন হয়?‌ রাহুল গান্ধীর প্রশ্নে নয়া সমীকরণের জন্ম

রাহুল গান্ধী ওই পরিবারের সঙ্গে দেখা করে তাদের এই যাত্রায় অংশগ্রহণ করার অনুরোধ করেন। একইসঙ্গে, কংগ্রেস দলের তরফে ওই পরিবারকে তাদের পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন রাহুল গান্ধী। সূত্রের খবর, রাহুল ওই পরিবারকে জানিয়েছেন, কংগ্রেস পদযাত্রার মাধ্যমে জাতপাতের ভেদাভেদের বিরুদ্ধে লড়াই করতে চাইছে এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে জনগণকে একত্রিত করতে চাইছে। কংগ্রেস নেতার সঙ্গে কথা বলে ওই পরিবার সন্তুষ্ট হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ওই দলিত পরিবারকে ৬০ হাজার টাকা জরিমানা করার কারণ ছিল দেবতার মূর্তি স্পর্শ করা। মালুর তালুকের হুল্লেরহাল্লি গ্রামে গত ৮ সেপ্টেম্বর শোভাযাত্রা উপলক্ষে একটি মূর্তি তৈরি করা হয়েছিল। সেই শোভাযাত্রায় আসার অনুমতি ছিল না দলিতদের। ওই চত্বরে একটি মন্দির তৈরি করা হয়েছিল। যেটি উদ্বোধন করার কথা ছিল। তিন দিন আগে মন্দির উদযাপনের সময়, চেতন নামের দলিত পরিবারের এক ছেলে দক্ষিণ ভারতের প্রসিদ্ধ দেবতা সিদ্দিরান্নার মূর্তিটি স্পর্শ করে ফেলে এবং সেটা তাঁর মাথায় তোলার চেষ্টা করে। তা দেখতে পেয়ে গ্রামবাসীরা সেখান থেকে তাড়িয়ে দেয় চেতনকে। তাঁদের দাবি, দলিতের স্পর্শে অপবিত্র হয়েছে দেবতার দেহ। এরপর চেতনের পরিবারকে গ্রামের প্রবীণদের সামনে হাজির হতে বলা হয়। প্রবীণ নেতারা আগামী ১ অক্টোবরের মধ্যে ৬০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন ওই দলিত পরিবারকে।

ঘরে বাইরে খবর

Latest News

'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে ‌দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.