জর্জ সোরোস ও রাহুল গান্ধীর মধ্যে অশুভ আঁতাঁত রয়েছে। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার কংগ্রেসকে তুমুল খোঁচা দিল BJP। বিজেপি নেতা সম্বিত পাত্র কৃত্তিম বুদ্ধিমত্তা( এআই) দিয়ে তৈরি করা একটি ছবি শেয়ার করেছেন। আর সেটা দেখিয়ে তাঁর দাবি, রাহুল সোরোস এক হ্যায়।
সেই সঙ্গে রাহুল গান্ধীকে কার্যত সবথেকে বড় বিশ্বাসঘাতক বলে উল্লেখ করেন। তাঁর দাবি, সোরোস, মার্কিন এজেন্সি, অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কোরাপশন রিপোর্টিং প্রজেক্ট আর রাহুল গান্ধী তারা একটা বিপজ্জনক চক্র তৈরি করেছে। তারা ভারতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
তিনি রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করেন। তাঁর দাবি, OCCRP থেকে রিপোর্ট পাওয়ার পরে রাহুল গান্ধী নানা ধরনের প্রেস মিট করেন। কোভিড ভ্য়াকসিন ও পেগাসাস নিয়েও তিনি এই সাংবাদিক বৈঠক করেছিলেন। আর সেখানে তিনি যা বলতেন তার সব তথ্য় ওই এজেন্সি থেকে পাওয়া।
সম্বিত পাত্র বলেন, এই OCCRP আর রাহুল গান্ধীর দুই শরীর কিন্তু একই আত্মা। আসলে কংগ্রেস মোদী ও আদানির একটি ছবিকে একসঙ্গে মিলিয়ে একটি ছবি বানিয়েছিল। লিখেছিল মোদী আদানি ভাই ভাই। এবার তারই পালটা দিল বিজেপি।
এদিকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সংসদের বাইরে বিক্ষোভও দেখিয়েছিলেন। টি শার্টে লেখা ছিল মোদী আদানি এক হ্যায়।
রাহুল বলেছিলেন, মোদী আউর আদানি এক হ্যায়। দো নেহি হ্যায়। এক হ্যায়। এবার তারই পালটি দিল বিজেপি। তাদের দাবি, সোরস( ধনকুবের ব্যবসায়ী) রাহুল ভাই ভাই।
জেনে নিন জর্জ সোরোস ঠিক কে?
জর্জ সোরোস কে?
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুসারে, জর্জ সোরোস একজন হাঙ্গেরিয়ান-আমেরিকান ব্যবসায়ী এবং সমাজসেবী। ২০২১ সালের মার্চের হিসাব অনুযায়ী, তাঁর মোট সম্পদ প্রায় $৮.৬ বিলিয়ন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭০ হাজার কোটি টাকার কাছারাথি। তবে, আদতে আরও বেশি টাকা তাঁর। ওপেন সোসাইটি ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে জর্জ সোরোসের। সেই সংস্থায় প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি তহবিল দিয়ে দিয়েছেন। এর মধ্যে ১৫ বিলিয়ন মার্কিন ডলার ইতিমধ্যেই দান করা হয়েছে। অর্থাত্, নিজের সারাজীবনের মোট সম্পদের বেশিরভাগটাই দান করে দিয়েছেন ৯২ বছর বয়সী এই ধনকুবের।
জর্জ সোরোসের জীবনটা যেন কোনও সিনেমাকেও হার মানাবে। বুদাপেস্টের এক ইহুদি পরিবারে জন্ম তাঁর। অল্প বয়সেই যুদ্ধের ভয়াবহতা, হাঙ্গেরির নাৎসি দখলের সাক্ষী থেকেছেন তিনি। ১৯৪৭ সালে ব্রিটেনে আসেন। মেধাবী জর্জ লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশোনা করেন। দর্শনে বিএসসি এবং পরে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।