বাংলা নিউজ > ঘরে বাইরে > Raid on Popular Front of India: ফের নজরে PFI, সকাল সকাল ৮ রাজ্যে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হল ২৪৭ জনকে

Raid on Popular Front of India: ফের নজরে PFI, সকাল সকাল ৮ রাজ্যে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হল ২৪৭ জনকে

পিএফআই সদস্যদের ধরতে আজ ফের তল্লাশি অভিযান শুরু করলেন তদন্তকারীরা। (ANI)

পিএফআই সদস্যদের ধরতে আজ ফের তল্লাশি অভিযান শুরু করলেন তদন্তকারীরা। দিল্লি, অসম, কর্ণাটক, মহারাষ্ট্রসহ মোট আট রাজ্যে আজ তল্লাশি অভিযান চলছে।

ফের পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সদস্যদের বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং পুলিশের। জানা গিয়েছে আজকে মোট আটটি রাজ্যে তল্লাশি অভিযান চালানো হয়। আজও বেশ কয়েকজন পিএফআই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, দিল্লি, অসম, কর্ণাটক, মহারাষ্ট্রসহ আরও বেশ কয়েকটি রাজ্যে এই তল্লাশি অভিযান চালানো হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। এখনও পর্যন্ত এই তল্লাশি অভিযানে মোট ২৪৭ জনকে গ্রেফতার বা আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ন্যাশানাল ইনভেসটিগেশন এজেন্সি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও ১৩টি রাজ্যের পুলিশ একযোগে অভিযান চালায় ১৫ রাজ্যে। জানা গিয়েছে, সেই অভিযানে ধৃত ১০৬ জন পিএফআই নেতা থেকে যে তথ্য মিলেছে, তার ভিত্তিতেই আজকে আবার অভিযানে নামেন তদন্তকারীরা। এর আগে গত ২২ সেপ্টেম্বর কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, অসম, দিল্লি, মধ্যপ্রদেশ, গোয়া, মহারাষ্ট্র, বাংলা, বিহার, মণিপুরে সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চলেছিল।

এনআইএ জানায়, পিএফআই ও তার নেতৃত্বের বিরুদ্ধে প্রচুর ফৌজদারি মামলা হয়েছিল। তার ভিত্তিতেই এই অভিযান। অধ্যাপকের হাত কেটে নেওয়া, একাধিক খুন, বিস্ফোরণ, সরকারি সম্পত্তি নষ্ট করার মতো ঘটনায় নাম উঠে আসে পিএফআই সদস্যদের। এই পরিস্থিতিতে চালানো হয়েছিল এই অভিযান। অভিযানে প্রচুর নথি, নগদ টাকা, ধারালো অস্ত্র, ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছিল। গোটা অপারেশন প্রক্রিয়ার উপর নজর রাখছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও অন্যান্য এজেন্সির কর্তারা।

এদিকে বৃহস্পতিবারের অভিযানের পরই শুক্রবার বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমেছিল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সদস্য এবং সমর্থকরা। কেরলে শুক্রবার প্রায় ৭০টি সরকারি বাসে ভাঙচুর চালানো হয়। বহু দোকানে ভাঙচুর করা হয়েছে। এই হিংসার সঙ্গে জড়িত ৫০০ পিএফআই কর্মীকে গ্রেফতারও করা হয়।

ঘরে বাইরে খবর

Latest News

মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.