রেলমন্ত্রী জানান, বড় শহরগুলির আশেপাশে প্রচুর মানুষ থাকেন। তাঁদের জন্যই এই ট্রেন। তবে এতে চড়ার জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। ২০২৩ সালের মধ্যেই এর নকশা আঁকার কাজ শেষ হবে। প্রোটোটাইপ তৈরি শুরু হয়ে যাবে। এরপর আগামী অর্থবর্ষে পুরোদমে উত্পাদনে নেমে পড়বে রেল।
1/5বন্দে ভারতের পর এবার আরও এক চমক। বন্দে মেট্রো আনছে ভারতীয় রেল। বুধবার নতুন হাইড্রোজেন-চালিত ট্রেনের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বড় শহরগুলি থেকে ৫০-৬০ কিলোমিটারের মধ্যে শহরতলিগুলিকে যুক্ত করার জন্য এই ট্রেনগুলি নির্মাণ করা হবে। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/5সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী বলেন, 'বড় শহরগুলি থেকে আশেপাশের ৫০-৬০ কিলোমিটার এলাকাগুলিকে বহু মানুষ কাজ, ছুটির সময়ে যাতায়াত করেন। তাঁদের জন্য সুবিধাজনক ও দ্রুত যাতায়াতের মাধ্যম হিসাবে এই বন্দে মেট্রো ট্রেন তৈরি করা হবে। রাজ্যের মধ্যেই বিভিন্ন এলাকায় সহজে যাতায়াতের জন্য এই ট্রেন। প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনা অনুযায়ী, ভারতেই এই ট্রেনগুলি নির্মাণ করা হবে।' ফাইল ছবি: টুইটার (PTI)
3/5রেলমন্ত্রী জানান, বড় শহরগুলির আশেপাশে প্রচুর মানুষ থাকেন। তাঁদের জন্যই এই ট্রেন। তবে এতে চড়ার জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। ২০২৩ সালের মধ্যেই এর নকশা আঁকার কাজ শেষ হবে। প্রোটোটাইপ তৈরি শুরু হয়ে যাবে। এরপর আগামী অর্থবর্ষে পুরোদমে উত্পাদনে নেমে পড়বে রেল। ছবি সৌজন্য : রয়টার্স (PTI)
4/5রেলমন্ত্রী ব্যাখা করে বলেন, 'অনেকটা দ্রুতগামী শাটেলের মতো অভিজ্ঞতা হবে যাত্রীদের।' বিশ্বমানের প্রযুক্তি দিয়ে এই ট্রেনগুলি নির্মাণ করা হবে। এই বিষয়ে রেলের আধিকারিকরা এখনই মুখ খুলতে নারাজ। তবে তাঁরা জানিয়েছেন, সম্ভবত ৮টি কোচ থাকবে বন্দে মেট্রোতে। আমাদের পরিচিত মেট্রো ট্রেনের মতোই অনেকটা হবে। নিত্যযাত্রীদের আরাম ও দ্রুত যাতায়াতের ভাবনা মাথায় রেখেই এই ট্রেনগুলি তৈরি করা হচ্ছে। ফাইল ছবি: পিটিআই (PTI)
5/5ছবির ট্রেনটি ব্রিটেনের হাইড্রোজেন ট্রেন। এই জাতীয় হাইড্রোজেন ট্রেনেই এবার চড়তে পারবেন আপনিও। দেশের পর্যটন কেন্দ্রগুলির শর্টগেজ লাইনের জন্য রয়েছে চমক। এদিন দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন আনার বিষয়েও ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অদূর ভবিষ্যতে দার্জিলিংয়েও সেই পরিবেশবান্ধব, অত্যাধুনিক ট্রেন চালানো হতে পারে। ছবি সৌজন্যে: রয়টার্স (PTI)