চলন্ত ট্রেন থেকে ওঠানামা। পরিণতি যে কী মারাত্মক হতে পারে, তার প্রমাণ মিলল আরও একবার। চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের ফাঁকে আটকে গেলেন বৃদ্ধ। এক পুলিশকর্মীর দ্রুত তত্পরতায় বাঁচল প্রাণ। তাঁকে কুর্নিশ জানালেন রেলমন্ত্রী স্বয়ং।
ঘটনাটি রাজস্থানের সাওয়াই মাধোপুর স্টেশনের। ভিডিয়োর শুরুতে দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম থেকে একটি ট্রেন বেরিয়ে যাচ্ছে। পাশে এক পুলিশ কর্মী টহল দিচ্ছেন। কয়েক সেকেন্ড পরেই ঘটল অঘটন।
একজন বৃদ্ধকে দেখা দেল জানলা ধরে নিজেকে কোনও মতে বাঁচানোর চেষ্টা করছেন। চলন্ত ট্রেনের সঙ্গে এগিয়ে চলেছেন। হঠাত্ হাত ফসকে প্ল্যাটফর্মের উপর পড়লেন। ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝে ভয়ঙ্করভাবে আটকে গেলেন। আর সেভাবেই টানা-হেঁচড়ায় এগিয়ে যেতে লাগলেন। শিউরে ওঠার মতো দৃশ্য।
তবে, পুলিশকর্মীর তত্পরতায় এড়ানো গেল বড় অঘটন। সঙ্গে সঙ্গে ছুটে এসে ওই ব্যক্তিকে টেনে বের করলেন পুলিশকর্মী।
পুলিশকর্মীর এই দ্রুত তত্পরতার প্রশংসা করেছেন রেলমন্ত্রী পীযুস গোয়েল। টুইটে কর্তব্যপরায়ণ পুলিশকর্মীদের জন্য গর্ববোধ হচ্ছে বলে জানান তিনি।
পুলিশকর্মীর তত্পরতার প্রশংসা করেছেন নেটিজেনরাও। এখনও পর্যন্ত প্রায় ৫০ হাজার ভিউ হয়েছে ভিডিয়োটিতে।