বাংলা নিউজ > ঘরে বাইরে > Video: প্রস্রাবকাণ্ডের পরে এবার মহিলা যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার টিকিট পরীক্ষকের

Video: প্রস্রাবকাণ্ডের পরে এবার মহিলা যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার টিকিট পরীক্ষকের

মহিলা যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার টিকিট পরীক্ষকের। টুইটার

টুইটারে এই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। একাধিক টুইটার ব্যবহারকারীরাও এনিয়ে সরব হয়েছেন। একজন লিখেছেন, ওই টিটিইর বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নিতে হবে। অপরজন লিখেছেন কীভাবে মহিলাদের সঙ্গে ব্যবহার করতে হবে সেটা পুরুষ রেলকর্মীদের জানতে হবে।

পিভি থরাগথ

ফের রেলের টিকিট পরীক্ষকের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, প্লাটফর্মে ভেঙে পড়েছেন এক মহিলা। তিনি কান্নায় ভেঙে পড়েন। তাঁর দাবি টিটিই মদ্যপ অবস্থায় ডিউটিতে এসেছিলেন। বেঙ্গালুুরুর কৃষ্ণারাজাপুরম রেল স্টেশনের ঘটনা। তিনি ট্রেনের ভেতরে এক মহিলা যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ।

করিশ্মা বেহেরা নামে এক টুইটার ব্যবহারকারী এই সংক্রান্ত ভিডিয়োকে সামনে এনেছেন। তিনি লিখেছেন মদ্যপ টিটি তাকে টেনে ধরেছিলেন। যখন মেয়েটি বলার চেষ্টা করেছিলেন তার কাছে টিকিট রয়েছে। তিনি টিটিকে টিকিটও দেখিয়েছিলেন। কিন্তু টিটি তার কোনও কথা শুনতে চাননি। তাকে টেনে ধরে তার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। তিনি রেলের কাছে এই ঘটনার বিচার চেয়েছেন। পাশাপাশি টিটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তিনি জানিয়েছেন।

 

সেই ভিডিয়োতে দেখা যায়, টিটি ওই মহিলা যাত্রীর সঙ্গে চোটপাট করছেন। মহিলা এরপর তার সহযাত্রীর কাছ থেকে সহায়তা চান। তিনি চিৎকার করে বলতে শুরু করেন কেন আপনি আমাকে ধরে টানাহেঁচড়ে করছেন। কেন আপনি আমাকে স্পর্শ করছেন? এদিকে এরপরই সহযাত্রীরা এনিয়ে প্রতিবাদ করেন। তবে দক্ষিণ পশ্চিম রেলের ডিআরএম এই ঘটনার ব্যাপারে জানিয়েছেন, এনিয়ে তদন্ত করা হবে।

এদিকে টুইটারে এই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। একাধিক টুইটার ব্যবহারকারীরাও এনিয়ে সরব হয়েছেন। একজন লিখেছেন, ওই টিটিইর বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নিতে হবে। অপরজন লিখেছেন কীভাবে মহিলাদের সঙ্গে ব্যবহার করতে হবে সেটা পুরুষ রেলকর্মীদের জানতে হবে।

অন্যদিকে সহযাত্রীরা যেভাবে ওই মহিলা যাত্রীর পাশে দাঁড়িয়েছেন তাকেও প্রশংসা করেছেন নেট নাগরিকরা। তবে এবারই প্রথম নয় সম্প্রতি এক মদ্যপ টিটিই মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন বলে অভিযোগ। হাওড়াগামী আকাল তখত এক্সপ্রেসে এক মহিলার যাত্রীর শরীরে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠেছিল এক মদ্য়প টিকিক পরীক্ষকের বিরুদ্ধে। ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে অমৃতসর থেকে ট্রেনে চেপে আসছিলেন। পথেই এই কাণ্ড! তবে ওই টিটিইকে জিআরপি পরে গ্রেফতার করেছে। শোরগোল পড়ে গিয়েছিল এই ঘটনায়। ঠিক কী হয়েছিল ঘটনাটি?

ওই ট্রেনের শীততাপনিয়ন্ত্রিত কামরা এ-১ তে ছিলেন তাঁরা। ট্রেনটি অমৃতসর থেকে কলকাতার দিকে যাচ্ছিল। জিআরপি সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

এদিকে ওই কামরায় আচমকাই মাঝরাতে চিৎকার শুরু করে দেন ওই মহিলা। তারপরই যাত্রীরা ওই মাতাল টিটিইকে ধরে ফেলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই টিটিইর নাম মুন্না কুমার। তিনি বিহারের বাসিন্দা।

এদিকে ট্রেনটি যখন লখনউ স্টেশনে গিয়ে পৌঁছায় তখন ওই টিটিইকে জিআরপির হাতে তুলে দেওয়া হয়।

বন্ধ করুন