কণিষ্ক সিংহারিয়া
দ্রুতগতিতে একটি ট্রেন স্টেশনে ঢুকছে। একজন রেলকর্মী পতাকা নিয়ে সেই মালগাড়িকে সিগন্যাল দেখাচ্ছেন। আচমকাই পতাকা ফেলে দৌড়তে শুরু করলেন ওই রেলকর্মী। এরপর একেবারে রেললাইনে লাফিয়ে পড়লেন তিনি। এদিকে ততক্ষণে দ্রুতগতিতে আসা ট্রেনটি আরও কাছে চলে এসেছে। প্লাটফর্মের সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়া এই দৃশ্য দেখে শিউরে উঠেছেন অনেকেই। তবে সেই ফুটেজের এখানেই শেষ নয়।
২৪ সেকেন্ডের এই ফুটেজটি টুইট করেছে রেলমন্ত্রক। সেখানে দেখা যাচ্ছে রেলকর্মী এইচ সতীশ কুমার ছুটে আসা ট্রেনটিকে সবুজ পতাকা দেখাচ্ছিলেন। তখনই তাঁর চোখ যায় রেললাইনের ধারে এক ব্যক্তি শুয়ে আছে। এটা দেখে আর ঠিক থাকতে পারেননি ওই রেলকর্মী। তিনি ওই ব্যক্তিকে রেললাইন থেকে তুলে লাইনের অপর প্রান্তে চলে আসেন। আর তার কয়েক সেকেন্ডের মধ্যেই চলে আসে ওই ছুটন্ত মালগাড়ি। রেলকর্মীর তৎপরতায় প্রাণে বেঁচে যান ওই ব্যক্তি। প্লাটফর্মে থাকা রেলযাত্রীরাও রেলকর্মীর এই তৎপরতা দেখে অত্যন্ত খুশি।
তবে রেলযাত্রীদের মতে, ওই রেলকর্মী যদি আর কয়েক সেকেন্ড দেরি করতেন তবে দুজনেই ট্রেনের নীচে চলে যেতেন। তবে ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবেই রেললাইনে ছিলেন নাকি তিনি পড়ে গিয়েছিলেন তা পরিষ্কার নয়।
রেলমন্ত্রক লিখেছে, সেবা, সুরক্ষা ও সহযোগিতা। রেলকর্মীর সাহসিকতায় বেঁচে গেল একটি মূল্যবান প্রাণ।এইচ সতীশ কুমারের মতো রেলকর্মীর জন্য গর্বিত ভারতীয় রেল। নেটিজেনরা কুর্নিশ জানিয়েছেন রেলকর্মীর এই সাহসিকতাকে।