আদালতের পর্যবেক্ষণ, কোনও ব্যক্তি ভিড় ট্রেনে চড়ার সময়ে পড়ে আহত হলে, সেটি 'অপ্রীতিকর ঘটনা'র পরিধির মধ্যে পড়বে। রেলকে এর জন্য ক্ষতিপূরণ দিতে হবে।
1/6যদি কেউ ভিড় ট্রেনের দরজা থেকে পড়ে যান, তবে দোষ কার? সেই প্রশ্নেরই 'জবাব' দিল বম্বে হাইকোর্ট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
2/6আদালতের পর্যবেক্ষণ, কোনও ব্যক্তি ভিড় ট্রেনে চড়ার সময়ে পড়ে আহত হলে, সেটি 'অপ্রীতিকর ঘটনা'র পরিধির মধ্যে পড়বে। রেলকে এর জন্য ক্ষতিপূরণ দিতে হবে। ফাইল ছবি: পিটিআই (PTI)
3/6বিচারপতি ভারতী ডাঙরের একক বেঞ্চ পশ্চিম রেলওয়েকে ৭৫ বছর বয়সী এক ব্যক্তিকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে। ওই বৃদ্ধ রেলযাত্রী একটি ভিড় লোকাল ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন। তাঁর পায়ে আঘাত লেগেছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস) (HT Photo)
4/6পশ্চিম রেলওয়ে প্রথমে যুক্তি দিয়েছিল যে, এটি রেলওয়ে আইনের ১২৪(এ) ধারার অধীনে পড়ে না। দাবি করা হয়, আবেদনকারী, নিতিন হুন্ডিওয়ালা একটি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেছিলেন। (ছবিটি প্রতীকী, হিন্দুস্তান টাইমস) (HT Photo)
5/6বিচারপতি ডাঙরে অবশ্য রেলওয়ের যুক্তি গ্রহণ করতে অস্বীকার করেন। তিনি উল্লেখ করেন যে এই কেসটি ১২৪(এ) ধারা অনুসারে 'অপ্রীতিকর ঘটনা'র মধ্যেই পড়ছে। ছবি সৌজন্য : পিটিআই (PTI)
6/6'যদি প্রতিদিনের কাজে, একজন যাত্রী একটি ভিড় উপচে পড়া ট্রেনে প্রবেশের চেষ্টা করেন এবং অন্য যাত্রীদের ধাক্কা খেয়ে পড়ে যান, সেক্ষেত্রে এমন কোন কারণই নেই যে এই ধরনের ঘটনা একটি অপ্রীতিকর ঘটনার পরিধির মধ্যে পড়তে পারে না,' আদেশে বলা হয়েছে। (ফাইল ছবি, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (HT Photo)