মাস্ক না পড়লেই ৫০০ টাকা জরিমানা। করোনাভাইরাস সংক্রমণ রুখতে নতুন এই নিয়ম চালু করতে চলেছে ভারতীয় রেল। শনিবার রেলের তরফে এই কথা ঘোষণা করা হয়েছে।
রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যদি কেউ ট্রেনে বা স্টেশন চত্বরে মাস্ক না পরেন, তাহলে তাঁকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। দেশে করোনা সংক্রমণের সংখ্যা ক্রমশ বাড়ছে। শনিবার দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা প্রায় ২ লাখ ৩৪ হাজার। এই পরিস্থিতিতে ট্রেন ও স্টেশন চচ্বরের মতো জনবহুল জায়গায় এবার করোনা বিধি সঠিকভাবে যাতে পালন করা হয়, সেজন্য ব্যবস্থা নিচ্ছে রেল। মাস্ক না পরলে জরিমানা তো হবেই, সেইসঙ্গে যেখানে-সেখানে থুতু ফেলার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ছ'মাস পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে বলে রেল সূত্রে খবর।
এর আগে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই গত বছর ২৩ মার্চ থেকে লোকাল ট্রেন বন্ধ রাখা হয়। দীর্ঘ ৯ মাস লোকাল ট্রেন বন্ধ ছিল। দুরপাল্লার ট্রেন চললেও স্পেশাল ট্রেন হিসেবে চালানো হচ্ছে।তবে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর অবশ্য এখনও লোকাল ট্রেন বন্ধ হয়নি। তবে করোনা সচেতনতা বৃদ্ধিতে বেশ কিছু কড়া পদক্ষেপ নিল রেল।