বাংলা নিউজ > ঘরে বাইরে > পয়লা জুন থেকে চলবে ২০০ যাত্রীবাহী ট্রেন, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য

পয়লা জুন থেকে চলবে ২০০ যাত্রীবাহী ট্রেন, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য

পয়লা জুন থেকে দেশে চলবে ২০০ যাত্রীবাহী ট্রেন (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

সেই পরিষেবা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন।

আগামী ১ জুন থেকে দেশের ২০০ টি নন-এসি চালাবে ভারতীয় রেল। টুইটারে একথা জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। জেনে নিন সেই পরিষেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য -

1

সবগুলিই নন-এসি ট্রেন হবে। আগামী ১ জুন থেকে চলবে।

2

বর্তমান সময়সারণী অনুযায়ী প্রতিদিন ট্রেনগুলি চলবে।

3

শুধু অনলাইনেই মিলবে টিকিট। ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং এবং ট্যুরিজমের (আইআরসিটিসি) ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কাটা যাবে না। কাউন্টার থেকে কোনও টিকিট মিলবে না।

4

স্টেশনের কাউন্টার থেকে কোনও টিকিট বিক্রি হবে না। প্ল্যাটফর্ম টিকিটও মিলবে না। তাই অনলাইনে টিকিট বুক না করে স্টেশনে না যাওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট মহল।

5

নাম প্রকাশ না করার শর্তে আধিকারিকরা জানিয়েছেন, এই যাত্রীবাহী ট্রেনগুলির দীর্ঘপথ যাত্রা করবে এবং ছোটো শহরগুলিতে যাবে।

6

২০০ টি যাত্রীবাহী ট্রেন পরিষেবার ঘোষণা করা হলেও ‘শ্রমিক স্পেশ্যাল’ এবং বিশেষ রাজধানী ট্রেনের পরিষেবা চালু থাকবে। জানিয়েছে রেল।

বন্ধ করুন