বাংলা নিউজ > ঘরে বাইরে > মাস্ক পরতে অস্বীকার, টিকার দুই ডোজ নিয়েও করোনা আক্রান্ত MNS প্রধান রাজ ঠাকরে

মাস্ক পরতে অস্বীকার, টিকার দুই ডোজ নিয়েও করোনা আক্রান্ত MNS প্রধান রাজ ঠাকরে

রাজ ঠাকরে (ফাইল ছবি) (HT PHOTO)

রাজ ঠাকরের পাশাপাশি তাঁর মা, বোন ও বাড়ির পরিচারিকাও করোনা সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে। 

মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে শনিবার কোভিড আক্রান্ত হয়েছেন। তাঁকে আপাতত হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বৃহন্মুম্বাই পৌরনিগম (বিএমসি) কর্মকর্তারা। রাজের পাশাপাশি সংক্রমিত হয়েছেন তাঁর মা। এদিকে রাজ ও তাঁ মা কুন্দা ঠাকরে, দুই জনেই টিকার দুই ডোজ নিয়েছিলেন। উল্লেখযোগ্যভাবে, রাজ ঠাকরে জনসমক্ষে মাস্ক পরতে অস্বীকার করতেন।

রাজ ঠাকরের চিকিত্সা করা ডঃ জলিল পারকর বলেন, 'রাজ ঠাকরের মায়ের করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে। এরপর তাঁকে ককটেল থেরাপি দেওয়া হয়েছিল। পরে তাঁকে শুক্রবার ছেড়ে দেওয়া হয়েছিল। শনিবার, রাজ ঠাকরে এবং তাঁর বোনের করোনা রেজাল্টও পজিটিভ আসে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা। তিনজনেই টিকার সম্পূর্ণ ডোজ নিয়েছিলেন এবং ককটেল থেরাপিতে ভালো সাড়া দিচ্ছেন।'

এদিকে এমএনএস নেতা সন্দীপ দেশপান্ডেও রাজ ঠাকরের করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেন। পাশাপাশি জানান যে রাজের মা এবং বোনের করোনা পরীক্ষার রেজাল্টও পজিটিভ এসেছেন। বৃহন্মুম্বাই পৌরনিগম কর্মকর্তারা জানান যে ঠাকরের বাড়ির একজন পরিচারিকাও করোনা সংক্রমিত হয়েছেন এবং দাদারের একটি কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন।

বন্ধ করুন