বাংলা নিউজ > ঘরে বাইরে > Raj Thackeray: অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল রাজ ঠাকরের, তুললেন ঔরঙ্গাবাদের নাম বদলের দাবি

Raj Thackeray: অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল রাজ ঠাকরের, তুললেন ঔরঙ্গাবাদের নাম বদলের দাবি

মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে (HT_PRINT)

Raj Thackeray: এদিন নিজের অযোধ্যা যাত্রা নিয়েও মুখ খোলেন রাজ ঠাকরে। উল্লেখ্য, রাজ ঠাকরে অযোধ্যা যাত্রার ঘোষণা করার পর বিজেপি সাংস বৃজ ভূষণ সিং দাবি করেছিলেন, ‘উত্তর ভারতীয়দের বিরুদ্ধে মানহানীকর বক্তব্যের জন্য রাজ ঠাকরেকে ক্ষমা চাইতে হবে।’

মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবিলম্বে অভিন্ন দেওয়ানি বিধি আনতে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য একটি আইন আনার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, এর আগেও একাধিকবার অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করেছেন রাজ। তবে চলমান ‘হনুমান চালিসা’ বিতর্কের মাঝে তাঁর এই আহ্বান বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে এদিন রাজ আরও বলেন, আমার ঔরঙ্গাবাদের নাম বদল করে তা সম্ভাজির নামে সম্ভাজিনগর করার দাবি তুলছি।

এদিকে নিজের অযোধ্যা সফর সম্পর্কে কথা বলতে গিয়ে রাজ ঠাকরে বলেন যে যারা লাউডস্পিকারের বিরুদ্ধে তাঁর বিরোধিতা পছন্দ করে না তাঁরা তাঁর জন্য একটি ফাঁদ পেতেছিল। রাজ ঠাকরে বলেছেন, ‘কিন্তু আমি এই ফাঁদে পড়িনি কারণ আমি চাইনি আমার এমএনএস কর্মীরা জেলে যাক।’

উল্লেখ্য, এর আগে রাজ ঠাকরে অযোধ্যা যাত্রার ঘোষণা করার পর বিজেপি সাংস বৃজ ভূষণ সিং দাবি করেছিলেন, ‘উত্তর ভারতীয়দের বিরুদ্ধে মানহানীকর বক্তব্যের জন্য রাজ ঠাকরেকে ক্ষমা চাইতে হবে।’ এই আবহে রাজ ঠাকরে পালটা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘কেন ১৪-১৫ বছর পরে কিছু লোক ক্ষমা চাইতে বলছে আমাকে?’

হনুমান চালিসা বিতর্ক সম্পর্কে কথা বলতে গিয়ে রাজ ঠাকরে বলে, ‘আমি বলেছিলাম, মহারাষ্ট্র সরকার যদি মসজিদ থেকে অবৈধ লাউডস্পিকার সরাতে ব্যর্থ হয় তাহলে যেন আমার দলের লোকেরা মসজিদের সামনে গিয়ে হনুমান চালিসা বাজাক। কিন্তু রানা দম্পতি মাতোশ্রীতে গিয়ে হনুমান চালিসা পাঠ করতে চেয়েছিলেন। কেন? মাতোশ্রী কি একটি মসজিদ? এবং তারপরে এই সমস্ত কিছুর পরেও রানা দম্পতিকে শিবসেনার সঞ্জয় রাউতের সঙ্গে একসাথে বসে খেতে দেখা গিয়েছে।’

এদিকে এমএনএস প্রধান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের 'আমাদের হিন্দুত্ব-তাদের হিন্দুত্ব' মন্তব্যের প্রেক্ষিতে তোপ দেগে বলেন, ‘এই আসল হিন্দুত্ব, নকল হিন্দুত্ব জিনিসটা কী? আমরা কি ওয়াশিং পাউডার বিক্রি করছি?’ প্রসঙ্গত, শিবসেনা-বিজেপির সম্পর্ক ভাঙার পর থেকেই রাজ ঠাকরে বিজেপির কাছাকাছি এসেছেন। তবে বিজেপির অনেকের সঙ্গেই তাঁর বিভেদ রয়েছে। এই আবহে রাজ ঠাকরে একযোগে বিজেপি ও শিবসেনাকে নিশানা করলেও কেন্দ্রের মোদী সরকারের কাছে আবেদন জানান সিভিল কোড ও ঔরঙ্গাবাজের নাম বদল নিয়ে।

পরবর্তী খবর

Latest News

কোন শিক্ষকদের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে সরকার? জানালেন মোদী, দিলেন অনেক টিপসও ম্যাচে ৮ উইকেট মানবের! দলীপ ট্রফিতে KKR অধিনায়কের দলকে সহজেই হারাল রুতুরাজের দল… ১কোটির প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্টাম্পড, বাংলার বান্টিকে কী প্রশ্ন করেন অমিতাভ? জুয়ার টাকার বখরা নিয়ে ডোমকলে চলল গুলি, আহত হলেন ১ তৃণমূলকর্মী সিভিক ভলান্টিয়ারদের এবার বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছে নবান্ন, থাকছে আইনের পাঠ ভিডিয়ো: অদ্ভুত কারনে নো বল, দেখুন তো জানেন কিনা নিয়মটা? গার্হস্থ্য হিংসার ভয়াবহ রূপ এবার OTT-তে, জুটি বেঁধে আসছেন পাওলি-সৌরভ অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগ ভুয়ো, অভিষেকের পোস্টের জবাব দিলেন আরজি করের সুপার একদিনে ৫০০ কমার পর কলকাতায় দু'দিনেই ৮০০ টাকা বেড়ে গেল সোনার দাম! ‘মেকআপ করার নামে গায়ে পিঠে বুকে হাত বুলিয়ে যাবে?’ বিস্ফোরক বিদিশা চক্রবর্তী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.