২০০৫ সালে উদ্ধব ঠাকরের সঙ্গে রেষারেষির জেরে বালাসাহেবের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করেছিলেন তিনি। সেই রাজ ঠাকরে আজ শিবসেনার অংশ নন। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান নিজের অভিজ্ঞতা থেকে এবার উপদেশ দিলেন আরেক বিদ্রোহী একনাথ শিন্ডেকে। গতকালই ১০ দিনের টানটান উত্তেজনাপূর্ণ নাটকের পর মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নিলেন একনাথ শিন্ডে। উদ্ধব ঠাকরের বিরুদ্ধে তাঁর বিদ্রোহের প্রথম পর্বে জয় পেয়েছেন একনাথ। তবে দলের রাশ এখনও কার হাতে, তা প্রমাণের লড়াই জারি থাকছে। এই আবহে একনাথকে ‘সতর্ক’ থাকার পরামর্শ দিলেন রাজ ঠাকরে।
এক টুইট বার্তায় একনাথের উদ্দেশে রাজ ঠাকরের বার্তা, ‘সতর্ক থাকবেন। মেপে মেপে পা ফেলবেন।’ শিন্দে মুখ্যমন্ত্রী হওয়ায় আনন্দ প্রকাশ করে রাজ ঠাকরে বলেন, ‘প্রদেশ আপনাকে এই সুযোগ দিয়েছে। আমি আশা করি আপনি আপনার পারফরম্যান্স দিয়ে নিজেকে প্রমাণ করবেন।’ এর আগে উদ্ধবের পদত্যাগের পর শিবসেনা প্রধানকে খোঁচা দিয়েছিলেন রাজ। তিনি টুইটে লিখেছিলেন, ‘যখন কেউ সৌভাগ্যকে নিজের ব্যক্তিগত কৃতিত্ব বলে ভুল করেন, তখন তাঁর পতনের দিকে যাত্রা শুরু হয়।’
উল্লেখ্য, মারাঠা রাজনীতিতে এই ডামাডোলের মাঝে রাজ ঠাকরে নীরব দর্শকের ভূমিকা পালন করেন। যদিও কানাঘুষো শোনা যায় যে গুয়াহাটি থেকে একাধিকবার রাজ ঠাকরের সঙ্গে ফোনে কথা হয়েছে একনাথ শিন্ডের। যদিও দাবি করা হয়, রাজ ঠাকরের শারীরিক স্থিতি জানতেই নাকি একনাথ ফোন করেছিলেন এমএনএস প্রধানকে। তাঁদের মধ্যে কোনও রাজনৈতিক আলোচনা নাকি হয়নি।