সচিন সাইনি
এই ঘটনা কংগ্রেস শাসিত রাজস্থানের। সেখানে দ্বাদশ শ্রেণির বোর্ডের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষার প্রশ্নপত্রে 'কংগ্রেসের পরম্পরা' নিয়ে প্রশ্ন আসে পরীক্ষায়। বিষয়টি নিয়ে পরীক্ষার প্রশ্নপত্রে ছয়টি প্রশ্ন আসে। আর তা নিয়েই সরব হয়েছে রাজস্থানের বিজেপি। তাদের দাবি পেপার সেটারের শাস্তির।
এদিকে, একই পরীক্ষার প্রশ্নপত্রে পর পর প্রশ্নে রাজ্যের শাসকদলের বিষয়ে নিয়ে ছয়টি প্রশ্ন থাকায় ক্ষোভে ফেটে পড়েছে বিজেপি। এদিকে, দেখা গিয়েছে, প্রশ্নে কংগ্রেসের উল্লেখ থাকলেও বিজেপিকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্রে কোনও উল্লেখ নেই। ফলে ক্ষোভ বেড়েছে হাত শিবিরের। কংগ্রেসের নীতি, ১৯৮৪ সালের পর ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর কংগ্রেস সরকার লোকসভায় কয়টি আসন জিতেছিল, তা নিয়ে প্রশ্ন করা হয় প্রশ্নপত্রে। এমনকি ১৯৭১ সালের কংগ্রেসের রাজনৈতিক সাফল্য নিয়েও প্রশ্ন রয়েছে ওই প্রশ্নপত্রে। বিজেপির দাবি, রাজ্যের পড়াশুনোকে রাজনীতিকরণ করার লক্ষ্যেই কংগ্রেস বোর্ডের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন সামনে রেখেছে।
এদিকে রাজস্থানের শিক্ষামন্ত্রী বলেন, 'বোর্ড অউ সেকেন্ডারি এডুকেশন হল একটি সায়াত্তভিত্তিক অংশ। সরকার এতে নাক গলায় না। আগের বছরের প্রশ্নপত্র ঘাঁটলেই দেখা যাবে যে এমন বহু প্রশ্ন ছিল, যেখানে অন্য পার্টির সঙ্গে সম্পর্কিত প্রশ্ন কার হয়েছে।' ওদিকে, শিক্ষামন্ত্রকের এক আধিকারিক জানান, কোনও প্রশ্নই সিলেবাসের বাইরে আসেনি। এদিকে, বিজেপি বিধায়ক রামলাল শর্মার দাবি, যে শিক্ষক এমন ধরনের প্রশ্ন সাজিয়েছেন, তাঁকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হোক।