বাংলা নিউজ > ঘরে বাইরে > Sachin Pilot Vs Ashok Gehlot: সচিনের সঙ্গে ৮০ শতাংশ বিধায়ক রয়েছেন! দাবি রাজস্থানের মন্ত্রীর, ফের সংঘাতের পারদ তুঙ্গে

Sachin Pilot Vs Ashok Gehlot: সচিনের সঙ্গে ৮০ শতাংশ বিধায়ক রয়েছেন! দাবি রাজস্থানের মন্ত্রীর, ফের সংঘাতের পারদ তুঙ্গে

সচিন পাইলট।(PTI Photo)  (PTI)

রাজস্থানের মন্ত্রী আরএস গুঢা বলেন, সচিন পাইলটের সঙ্গে ৮০ শতাংশ বিধায়ক রয়েছেন রাজস্থান মন্ত্রিসভায়। এমনকি আর এস গুঢা বলেন, ‘রাজ্যের পরিস্থিতিতে পাইলট সাহেবের থেকে ভালো নেই নেই’। তিনি বলেন রাজস্থান মন্ত্রিসভার একসঙ্গে ৪ মন্ত্রী রয়েছেন সচিন পাইলটের সঙ্গে।

আরও একবার একই ছবি রাজস্থানের বুকে। বিধানসভা ভোটের আগে পঞ্জাবে কংগ্রেস যেমন ছিল ছত্রভঙ্গ সেই একই পরিস্থিতি ফের একবার রাজস্থানে। রাজস্থান কংগ্রেসের অন্দরে যে পূর্ব পরিচিত সচিন পাইলট বনাম অশোক গেহলোট দ্বন্দ্ব ছিল, তা এখনও বর্তমান। আর তা ফের প্রকট হচ্ছে বেশ কয়েকটি ঘটনা পরম্পরায়।

ভস্মে ঘি ঢালার মতো করে ইতিমধ্যেই রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক গেহলোট বলেছিলেন সচিন পাইলট একজন ‘বিশ্বাসঘাতক’। এক বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষৎকারে অশোক গেহলোট একথা বলতেই, সচিন ক্যাম্পের এক মন্ত্রী আরএস গুঢা বলেন, আমরা আমাদের অংশের দাবি ছেড়ে দেব ‘যদি খুঁজে না পান যে, সচিন পাইলটের সঙ্গে ৮০ শতাংশ বিধায়ক নেই’।

তিনি সাফ চ্যালেঞ্জের সুরে জানিয়েছেন যে, সচিন পাইলটের সঙ্গে ৮০ শতাংশ বিধায়ক রয়েছেন রাজস্থান মন্ত্রিসভায়। এমনকি আর এস গুঢা বলেন, ‘রাজ্যের পরিস্থিতিতে পাইলট সাহেবের থেকে ভালো নেই নেই’। তিনি বলেন রাজস্থান মন্ত্রিসভার একসঙ্গে ৪ মন্ত্রী রয়েছেন সচিন পাইলটের সঙ্গে। উল্লেখ্য, অশোক গেহলোটের যে মন্তব্য থেকে এই বিচ্ছেদের অগ্নিস্ফুলিঙ্গ ফের জ্বলে ওঠে তা হল, ‘ যদি পাইলট ক্ষমা চেয়ে নিতেন, তাহলে তাঁর বিরুদ্ধে কোনও বিদ্রোহ হত না। ৯০ জন বিধায়ক বিদ্রোহ করেছিলেন। তারপর বহু মন্ত্রী বলেছিলেন তাঁরা মেনে নিতে পারবেন না কোনও গদ্দারকে।’

উল্লেখ্য, সদ্য সেপ্টেম্বরে কংগ্রেসের সভাপতি নির্বাচন ঘিরে অশোক গেহলোট প্রার্থীপদের দাবি রাখতেই শুরু হয় রাজস্থান কংগ্রেসের অন্দরে সংঘাত। বহু অশোক পন্থী সচিন পাইলটকে সেই সময় মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাননি। শেষমেশ কংগ্রেসের সভাপতি পদের প্রার্থীপদ নানান কারণে ছাড়তে বাধ্য হন অশোক। ঘটনায় বেজায় চটে যায় কংগ্রেসের হাইকমান্ডও! এরপর নতুন করে সংঘাতের বাতাবরণ উঠে এসেছে অশোক গেহলোটের সাক্ষাৎকারে সচিন প্রসঙ্গে মন্তব্যে।

 

 

 

 

 

 

 

বন্ধ করুন