বাংলা নিউজ > ঘরে বাইরে > Kota Suicides: ‘প্রেমে পড়ে’ আত্মহত্যা করছেন কোটায় পড়তে আসা পড়ুয়ারা, দাবি শিক্ষামন্ত্রীর!

Kota Suicides: ‘প্রেমে পড়ে’ আত্মহত্যা করছেন কোটায় পড়তে আসা পড়ুয়ারা, দাবি শিক্ষামন্ত্রীর!

কোটায় পড়ুয়াদের আত্মহত্যার আজব যুক্তি খাড়া করলেন রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাবর।

মন্ত্রীর আক্ষেপ, বাবা-মায়েরা নাকি এই বিষয়ে মোটেও খুব একটা সচেতন নন। সেই কারণেই তাঁরা তাঁদের সন্তানদের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আর তখনই ছেলেমেয়েরা ভুল পথে চালিত হয়। কারণ, ভুল পথে চালিত হওয়াটাই নাকি তরুণ পড়ুয়াদের চারিত্রিক বৈশিষ্ট্য।

রাজস্থানের কোটার বিভিন্ন কোচিং সেন্টারে পড়তে আসা ছেলেমেয়েরা নাকি প্রেমে পড়ে একের পর এক আত্মহত্যা করছেন! এমনই আজব যুক্তি খাড়া করলেন সেরাজ্যের শিক্ষামন্ত্রী মদন দিলাবর। একইসঙ্গে তিনি বাবা-মায়েদের অনুরোধ করেছেন, তাঁরা যাতে সন্তানদের উপর পড়াশোনা করার জন্য মাত্রাতিরিক্ত চাপ না দেন।

উল্লেখ্য, ২০২৫ সাল শুরু হয়েছে, এখনও পর্যন্ত একমাসও পার হয়নি। তার মধ্যেই কোটায় তিন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রত্যেকটি ক্ষেত্রেই মনে করা হচ্ছে, সেগুলি আত্মহত্যার ঘটনা। গত বছর এই কোটা কোচিং হাবেই মোট ১৭টি আত্মহত্যার ঘটনা ঘটেছিল।

অভিযোগ, পাহাড় প্রমাণ পড়াশোনা ও তথাকথিত সাফল্যে ইঁদুর দৌড়ে পাল্লা দিতে না পেরেই তরুণ ছাত্রছাত্রীরা নিজেদের শেষ করে দিচ্ছেন! যা নিয়ে নানা মহলে সমালোচনাও কম হয়নি। কিন্তু,তবু সমস্যার কোনও সমাধান হয়নি।

এই প্রেক্ষাপটে আত্মহত্যার ঘটনাগুলি নিয়ে আজব দাবি করে বসলেন মদন দিলাবর। উল্লেখ্য, তিনি শুধুমাত্র রাজ্যের শিক্ষামন্ত্রী নন, পঞ্চায়েত মন্ত্রীও বটে।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বুন্দিতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন মন্ত্রী মশাই। সেই অনুষ্ঠান শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

যেহেতু তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী, তাই তাঁকে কোটায় ঘটে চলা একের পর এক পড়ুয়ার আত্মহত্যা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। তার জবাবে মন্ত্রী বলেন, 'আমি আন্তরিকভাবে একটি অনুরোধ করতে চাই। অনেক হয়তো এতে বিরক্ত হবেন। তবু বলব, অভিভাবকদের আরও একটু সতর্ক ও সচেতন হতে হবে। সন্তানদের উপর অযথা চাপ দিলে হবে না।'

মন্ত্রী আরও বলেন, সব পড়ুয়ারই নিজস্ব ক্ষমতা থাকে, পছন্দ থাকে। সেটা না বুঝে যদি তাঁদের যদি এমন কোনও বিষয় নিয়ে পড়তে বাধ্য করা হয়, যেটা তাঁরা পড়তে ভালোবাসেন না, বা যেটা তাঁরা ভালো করে বুঝতেও পারেন না, তাহলে তাঁরা ক্রমেই হতাশায় ভুগতে শুরু করবেন।

তাঁর মতে, একজন পড়ুয়া পরীক্ষায় কত ভালো ফল করবেন, তা যতটা না কোচিং সেন্টারের উপর নির্ভর করে, তার থেকে অনেক বেশি তাঁর বন্ধুদের উপর নির্ভর করে!

আর এরপরই মন্ত্রী মশাই বলে বসেন, 'প্রেমে পড়ার কারণেই' কোটায় একের পর এক পড়ুয়া আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন! বেশ কিছু ক্ষেত্রেই নাকি এমনটা হয়েছে।

এখানেই থামেননি রাজস্থানের শিক্ষামন্ত্রী। তিনি অভিভাবকদের উদ্দেশে আরও বলেন, ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে না যাচ্ছে, সেই বিষয়ে বাবা-মায়েদের আরও সচেতন হতে হবে। ছেলেমেয়েদের সবকিছু তাঁদের জানতে হবে।

যদিও মন্ত্রীর আক্ষেপ, বাবা-মায়েরা নাকি এই বিষয়ে মোটেও খুব একটা সচেতন নন। সেই কারণেই তাঁরা তাঁদের সন্তানদের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আর তখনই ছেলেমেয়েরা ভুল পথে চালিত হয়। কারণ, ভুল পথে চালিত হওয়াটাই নাকি তরুণ পড়ুয়াদের চারিত্রিক বৈশিষ্ট্য।

পরবর্তী খবর

Latest News

গাংপুর বিস্ফোরণে ১০ বছরের কারাদণ্ড তৃণমূল কর্মীর, কী ঘটেছিল ২০১৯ সালে? টুকলির ‘সুবিধা’ আদায় করতে দরবার মাধ্যমিক পরীক্ষার্থীদের! উত্তাল স্কুল চত্বর আগের রাতে বাবার মৃত্যু, দেহ তখনও বাড়িতে, মাধ্য়মিকের অঙ্ক পরীক্ষায় বসল মুসকান WPL 2025: কাজে এল না ব্রান্টের ৮০ রানের ইনিংস, রুদ্ধশ্বাস ম্যাচে MI-কে হারাল DC ওড়িশা ম্যাচ খেলতে নামার আগেই লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে বাগান,কোন অঙ্কে? কড়া মাম্মা করিনা! জেহ-তৈমুরকে নিয়ে সইফ-পত্নীর বিশেষ শর্ত, সতর্ক পাপারাজ্জিদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বেড়ে দ্বিগুণ, নতুন রূপে কবে ‘মুখ দেখাবে’ হাওড়া স্টেশন? কুম্ভমেলার ট্রেন ধরতে উপচে পড়ল! নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের মতো ঘটনা, আহত ১৫ সেরা নায়িকা পর্ণা-জগদ্ধাত্রী! পুরস্কার ফুলকি-শ্যামলীদের, সোনার সংসার পেল আর কারা দরজায় কড়া নাড়ছে Champions Trophy, এই টুর্নামেন্টের ইতিহাসটা জানা আছে?

IPL 2025 News in Bangla

Hundred-এ IPL-র মালিকরা! ভারতীয় ক্রিকেটাররা অন্য লিগ খেলবে? কী হবে পাক তারকাদের? কোহলিই ছিলেন নেতৃত্বের বিকল্প: পন্ত-শ্রেয়স-রাহুলকে কেন কেনেনি RCB? সামনে এল কারণ জিও, স্টার মেলায় কপাল পুড়ল ক্রিকেট ভক্তদের, গ্যাঁটের কড়ি খরচ করে দেখতে হবে IPL চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দল পাবে IPL চ্যাম্পিয়নদের সমান অর্থ, প্রাইজ মানি জানাল ICC অধিনায়কত্ব প্রত্যাখ্যান করে কি পতিদারের নাম প্রস্তাব করেছিলেন কোহলি? রিপোর্ট- প্রকাশ্যে IPL 2025-এর সূচি,প্রথম ম্যাচেই নামছে KKR, প্রতিপক্ষ কে জানেন? কোহলির থেকে শিখতে পারব… নতুন ভূমিকায় আত্মবিশ্বাসী পতিদার IPL 2025: RR স্পিনিং রত্নদের উজ্জ্বল করতে যুক্ত হলেন দ্রাবিড়ের প্রাক্তন সতীর্থ এটি বড় দায়িত্ব… রজত অধিনায়ক হওয়ার পর মুখ খুললেন কোহলি RCB Captain Announced: ফিরলেন না কোহলি, আইপিএলে আরসিবিকে নেতৃত্ব দেবেন পতিদার

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.