২০২২ সালে উদয়পুরের দর্জি কানহাইয়া লালের নৃশংস হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত মহম্মদ জাভেদকে জামিন দিল রাজস্থান হাইকোর্ট।
২০২২ সালের ২২ জুলাই উদয়পুর থেকে জাভেদকে গ্রেফতার করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ওই
বছরের ২৮ জুন প্রাক্তন বিজেপি নেতা নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে সমর্থন করায় রিয়াজ আত্তারি ও গৌস মহম্মদ কানহাইয়া লাল নামে এক দর্জির শিরশ্ছেদ করা হয়েছিল।
অভিযুক্তরা তাদের মোবাইল ফোনে নৃশংস হত্যাকাণ্ডের দৃশ্য তুলে রেখেছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও হুমকি দেয়। দুজনে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি নিয়ে ছবিও তুলেছিল। ঘটনার কয়েক ঘণ্টা পর সেদিনই তাদের গ্রেফতার করা হয়।
কানহাইয়া লাল হত্যায় জাভেদের ভূমিকা
এনআইএ-র মতে, জাভেদ হত্যার ষড়যন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং হত্যার আগে আত্তারি ও গৌস মহম্মদ উভয়কেই তার দোকানে কানহাইয়া লালের উপস্থিতির তথ্য দিয়ে হত্যা ষড়যন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।
৮ দিন আগেই কানহাইয়াকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ জুন আইএসআইএস কায়দায় শিরশ্ছেদ করে কানহাইয়া লালকে হত্যার ষড়যন্ত্র করা হয়।
কানহাইয়ার হত্যাকারী গৌস মহম্মদ তদন্তকারীদের জানিয়েছিল যে দর্জিকে হত্যার সিদ্ধান্ত একটি বৈঠকে নেওয়া হয়েছিল, তবে যারা উপস্থিত ছিলেন তারা অস্বীকার করছেন যে এ জাতীয় কোনও পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছিল।
গৌস মহম্মদ বলেছিলেন, তিনি স্বেচ্ছায় কানহাইয়া লালের শিরশ্ছেদ করেন এবং উপস্থিত অন্যান্যরা খুনিদের পরিবারকে আইনি, লজিস্টিক বা আর্থিক সহায়তা দিতে সম্মত হন।
নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে পাকিস্তানের যোগসূত্র
এইচটি জানতে পেরেছে, তদন্তে করাচিভিত্তিক দাওয়াত-ই-ইসলামির হত্যাকারীদের সঙ্গে আন্তর্জাতিক যোগসূত্র পাওয়া গেছে।
২০১৪ সালে দাওয়াত-ই-ইসলামির ঊর্ধ্বতন কর্মকর্তারা গৌস মোহাম্মদকে পাকিস্তানে আমন্ত্রণ জানিয়েছিলেন।
করাচি-ভিত্তিক দাওয়াত-ই-ইসলামির মূল লক্ষ্য হ'ল বিশ্বব্যাপী শরিয়াহ প্রচারের লক্ষ্যে কুরআন ও সুন্নাহর শিক্ষাকে ছড়িয়ে দেওয়া। পাকিস্তানে এর বিশাল অনুসারী রয়েছে এবং ইসলামিক প্রজাতন্ত্রের ব্লাসফেমি আইনকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মহম্মদ করাচিতে ৪০ দিন অবস্থান করেন। তিনি ২০১৩ ও ২০১৯ সালে ওমরাহ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন।
তবে সেই নৃশংস হত্য়াকাণ্ড কার্যত নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। নিন্দার ঝড় উঠেছিল গোটা দেশ জুড়ে। এরপর এনিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও তোলা হয়েছিল। তবে এবার কানহাইয়ালাল খুনে অন্যতম অভিযুক্তকে জামিন দিল রাজস্থান হাইকোর্ট।