হৃদরোগের সমস্যা রয়েছে স্ত্রীর। তাই স্ত্রীকে দেখভালের জন্য সরকারি চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়েছিলেন এক কর্মী। আর তারপরে ঘটল মর্মান্তিক ঘটনা। কর্মীর ফেয়ারওয়েল পার্টি দুঃখজনক মোড় নিল। পার্টি চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ওই ব্যক্তির স্ত্রীর। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে রাজস্থানের কোটার ডাকানিয়া এলাকায়। মৃতের নাম দীপিকা স্যান্ডেল। ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে।
আরও পড়ুন: লাড্ডুর বদলে কাজু কাটলি, গুজরাটে মারের চোটে হার্ট অ্যাটাকে মৃত্যু রাঁধুনির
জানা গিয়েছে, ওই সরকারি কর্মীর নাম দেবেন্দ্র স্যান্ডেল। স্বেচ্ছাবসর নেওয়ার পর রাজস্থানে কোটার ডাকানিয়া এলাকায় সেন্ট্রাল ওয়্যারহাউসে তার অফিস থেকে বিদায় জানাতে পার্টির আয়োজন করা হয়।সেখানে তাঁর স্ত্রীও উপস্থিত ছিলেন। এই ঘটনার ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, দীপিকা এবং দেবেন্দ্র দুজনেই মালা পরা অবস্থায় রয়েছেন। অন্যরা টেবিলের চারপাশে দাঁড়িয়ে তাদের জন্য হাততালি দিচ্ছেন এবং উল্লাস করছেন।বেশ কয়েকজন এই মুহূর্ত ক্যামেরাবন্দি করছিলেন। হঠাৎ দীপিকা অস্বস্তি বোধ করেন। এরপর তিনি চেয়ার থেকে উঠে পড়েন। পরে আবার বসে পড়েন। তিনি গভীর শ্বাস নিতে শুরু করেন। বিষয়টি গুরুতর বুঝতে পেরে তাঁর স্বামী তাঁকে সুস্থ করার চেষ্টা করছিলেন। তবে সেই অস্বস্তি অবস্থার মধ্যেও হাসছিলেন দীপিকা। তখন বেশ কয়েকজনকে বলতে শোনা যায়, ‘একটু জল দিন, হয়ত তাঁর মাথা ঘোরার সমস্যা হচ্ছে।’ কিন্তু, তার কিছুক্ষণের মধ্যেই টেবিলের ওপর মাথা রেখে অচেতন হয়ে যান দীপিকা। তাঁর স্বামী সঙ্গে সঙ্গে তাঁর সাহায্যের জন্য এগিয়ে যান। সেখানে উপস্থিত অন্যান্য কর্মচারীরাও দেবেন্দ্রকে সাহায্য করার জন্য কাছে এগিয়ে গিয়ে জলের জন্য চিৎকার করতে থাকেন।ঘটনায় দীপিকাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।দম্পতির পরিচিত ব্যক্তিরা জানান, দীপিকা গত কয়েক বছর ধরে হৃদরোগে ভুগছিলেন।
জানা গিয়েছে, দেবেন্দ্র কোটার দাদাবাড়ির শাস্ত্রী নগরের বাসিন্দা। তিন বছর পর তার অবসর নেওয়ার কথা ছিল। তবে স্ত্রীর যত্ন নেওয়ার জন্য তার আগেই তিনি অবসর নিয়েছিলেন। তাঁর স্বেচ্ছা অবসরের অনুরোধের অনুমোদনের পর মঙ্গলবার তাঁর অফিসে শেষ দিন ছিল। আর সেই সময়ই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর ভাইরাল হয়েছে।