পাকিস্তান থেকে গর্বের খবর। সে দেশে হিন্দু সংখ্যালঘুদের গর্বিত করেছেন রাজেন্দ্র মেঘওয়ার। প্রকৃতপক্ষে, সিন্ধু প্রদেশের গ্রামীণ ও অনুন্নত বাদিন এলাকার রাজেন্দ্র মেঘওয়ার পাকিস্তানে ইতিহাস সৃষ্টি করেছেন। পাকিস্তানের প্রথম হিন্দু পুলিশ অফিসার হয়েছেন তিনি।
সফলভাবে সিভিল সার্ভিসেস অথরিটি পরীক্ষা সিএসএস পাস করার পর, মেঘওয়ারকে পাকিস্তান পুলিশ সার্ভিসের অধীনে ফয়সালাবাদে সহকারী পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে।
পাকিস্তান হিন্দু মন্দির ব্যবস্থাপনা কমিটির কৃষ্ণা শর্মা তাঁর প্রশংসা করে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন যে রাজেন্দ্র তার কর্মজীবনে কেবল একটি উল্লেখযোগ্য কৃতিত্বই অর্জন করেননি বরং সারা সম্প্রদায়কে গর্বিত করেছেন। তাঁর এই কৃতিত্ব সম্প্রদায়ের অন্যান্য যুবকদের তাঁর পদাঙ্ক অনুসরণ করতে অনুপ্রাণিত করবে।
ফয়সালাবাদের পুলিশ অধিকর্তারা আবার বলেছেন যে বাহিনীতে রাজেন্দ্র মেঘওয়ার নিয়োগের ফলে কেবল আইনশৃঙ্খলার উন্নতি হবে না, সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যাগুলিও সহজে সমাধান হবে। এতে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থাও বাড়বে।
আরও পাঁচজন হিন্দু পড়ুয়াও সিএসএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন
রাজেন্দ্র মেঘওয়ার ছাড়াও আরও পাঁচজন হিন্দু ছাত্রও ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছেন। তাঁদের নাম রূপমতি মেঘওয়ার, পূজা ওড, সুনীল মেঘওয়ার, জীবন রিবারী এবং ভীষ্ম মেঘওয়ার। তাঁরা মর্যাদাপূর্ণ সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিসেস (সিএসএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং পাকিস্তানে প্রশাসন ও আমলাতন্ত্রের সিনিয়র পদে নিজেদের জায়গা করে নিয়েছেন।জানা গিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করতে চান রূপমতি।
আরও পড়ুন: (Mahua on High Court Judge: ‘সংখ্যাগরিষ্ঠদের ইচ্ছায় চলবে ভারত’, VHP-র অনুষ্ঠানে বললেন বিচারপতি, তোপ মহুয়ার)
সিন্ধুর প্রথম মহিলা পুলিশ অফিসার ছিলেন পুষ্প কোহলি
প্রথমবারের মতো, পুষ্প কোহলি পাকিস্তানের সিন্ধু প্রদেশের প্রথম মহিলা পুলিশ অফিসার হন। প্রভিশনাল প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের পদ অর্জন করেন। এর আগে, পাকিস্তানি হিন্দু সম্প্রদায়ের সুমন পবন ভোদানিকে সিভিল অ্যান্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জজ হিসেবে নিয়োগ করা হয়েছিল।