যে কোনও পরিস্থিতির জন্য তৈরী থাকার জন্য বিমান বাহিনীকে বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একই সঙ্গে তিনি বলেন যে ভাবে এয়ার ফোর্স লাদাখের ফরওয়ার্ড বেসে দ্রুত গিয়েছিল, তাতে কড়া বার্তা গিয়েছে প্রতিপক্ষের কাছে।
শত্রুপক্ষের কোনও প্রকারের আক্রমণকে ঠেকাতে বিমান বাহিনী সক্ষম ও সজাগ বলে জানান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়া। তিন দিনের কম্যান্ডার কনফারেন্সের শুরুতে বক্তব্য রাখেন রাজনাথ।
তিনি বলেন যে ভাবে পেশাদারি কায়দায় বালাকোটে হানা দিয়েছিল ভারতীয় বিমান বাহিনী ও এবার লাদাখে দ্রুত তারা সংঘর্ষের স্থলে উড়ে গেছে তাতে ভারতের শত্রুদের কাছে কড়া বার্তা গিয়েছে বলে তিনি জানান। দেশের সেনার প্রতি মানুষের আস্থার কথা তুলে ধরেন রাজনাথ।
গত কিছুদিন ধরে যেভাবে নিজেদের শক্তি বাড়িয়ে চলেছে বায়ুসেনা, তার ভূয়সী প্রশংসা করেন রাজনাথ। তিনি বলেন যে কোনও কিছুর অভাব হবে না, যা সেনা চায়।
এয়ার মার্শাল চিফ ভাদুরিয়া বলেন যে স্বল্প ও দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তাঁর বাহিনী। অল্প সময়ের নোটিসে পরিস্থিতি সামাল দেওয়ার ওপরেও বিশেষ জোর দেন তিনি।
২৯ জুন বহু প্রতীক্ষিত রাফাল জেট ফ্রান্স থেকে আসছে আম্বালা এয়ার বেসে। এতে আরও ক্ষুরধার হবে ভারতের অস্ত্রভাণ্ডার। লাদাখে রাফাল মোতায়েন করা হবে কিনা, কম্যান্ডারদের এই বৈঠকে সেই নিয়ে কথা হবে বলে মনে করা হচ্ছে।