দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অসুস্থ হয়ে পড়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাঁকে এইমস হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আজ, বৃহস্পতিবার সকালে তাঁর পুরনো ব্যথা শুরু হয়। সেটা থেকেই অসহ্য যন্ত্রণা শুরু হয়। তখন বাধ্য হয়েই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। বাদল অধিবেশনে সংসদে খুব পরিশ্রম হয়েছে রাজনাথ সিংয়ের। তার আগে লোকসভা নির্বাচনের প্রচারেও খাটতে হয়েছিল। একইসঙ্গে রোজকার মন্ত্রকের কাজও সামলাতে হয়েছে। তা থেকে ব্যাক পেইন শুরু হয় তাঁর।
এই ব্যাক পেইনের যন্ত্রণা মারাত্মক আকার নেওয়ায় তড়িঘড়ি এইমস হাসপাতালে ভর্তি করতে হয় রাজনাথ সিংকে। হাসপাতাল সূত্রে খবর, প্রতিরক্ষা মন্ত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা দফায় দফায় তাঁকে দেখছেন। এখন এনডিএ সরকারে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন রাজনাথ সিং। দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। এবারও লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন রাজনাথ। তাঁর অনুগামীরা দ্রুত সুস্থতা কামনা করছেন। কারণ সামনে অনেক কর্মসূচি রয়েছে তাঁর। বেশ কয়েকটি পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছে।
আরও পড়ুন: ‘কোন হিংসাকে প্রশ্রয় দেওয়া যাবে না’, মহরম–একুশে জুলাই নিয়ে কড়া নির্দেশ ডিজির
এদিকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর বয়স ৭৩। তাই হাড়ের বিষয়টিতে বাড়তি নজর দেওয়া হচ্ছে। এইমস হাসপাতালের মিডিয়া সেলের ইনচার্জ রিমা দাদা জানান, প্রতিরক্ষামন্ত্রী মেডিক্যাল পরীক্ষা–নিরীক্ষার মধ্যে রয়েছেন। অবস্থা স্থিতিশীল হলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিউরোসার্জারি বিভাগে ভর্তি রয়েছেন তিনি। সব ঠিক থাকলে শুক্রবার তাঁকে ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে। তাঁর এমআরআই করা হয়েছে। চিকিৎসক অমল রাহেজার পর্যবেক্ষণে রয়েছেন তিনি। লোকসভা নির্বাচনের মরশুমেও একই ব্যথা দেখা দিয়েছিল অন্ধ্রপ্রদেশে থাকার সময়।
অন্যদিকে আগামী ১৭ জুলাই সায়েন্স সিটিতে দলের নির্বাচনী পর্যালোচনা বৈঠকে থাকার কথা রাজনাথ সিংয়ের। এখনও পর্যন্ত ঠিক আছে প্রতিরক্ষামন্ত্রী বাংলায় আসবেন এবং কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পরে সূচি পরিবর্তন হলে সেটা জানা যাবে। ১৭ জুলাই সায়েন্স সিটিতে পর্যালোচনা বৈঠকে বসছে বিজেপি। তা বর্ধিত কর্মসমিতির বৈঠক। এতে উপস্থিত থাকার কথা সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে–সহ কেন্দ্রীয় নেতৃত্বের। আর এখানে থাকার কথা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। রাজনাথ সিংকে বাংলায় বিশেষ কোনও দায়িত্ব দিতে পারে নয়াদিল্লি বলে গুঞ্জন শুরু হয়েছে।