করোনা সংক্রমণ বেড়ে চলেছে দেশজুড়ে। এই পরিস্থিতিতে রাজ্যগুলিকে সাহায্য করার জন্য সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জানা গিয়েছে, করোনা রোগীদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা তৈরি করার জন্য সেনাবাহিনীকে বলেছেন তিনি।
সূত্রের খবর, ইতিমধ্যে রাজনাথ সিংয়ের সঙ্গে একটি বৈঠক করেছেন সেনা প্রধান এমএম নারভানে। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সেনার প্রাক্তন আধিকারিকদের মধ্যে থেকে যাঁরা চিকিত্সক, তাঁদেরকে চিহ্নিত করে করোনা যুদ্ধে কাজে লাগানো হবে। জানা গিয়েছে যে সব প্রাক্তন সেনা কর্মীদের টিকাকরণ সম্পন্ন হয়েছে, তাঁদের সাহায্য নিয়ে ডিআরডিও এবং হ্যাল করোনা রোধে সাধারণ মানুষকে সাহায্য করবে।
পাশাপাশি এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যে সমস্ত জায়গায় করোনা রোগীদের পরিষেবা দেওয়া সম্ভব সেই সব জায়গাতেই বিভিন্ন ভাবে সাহায্য করবে সেনাবাহিনী।
এছাড়াও আরও কোন কোন ক্ষেত্রে সেনাবাহিনী পরিষেবা দিতে পারবে তা নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে। পাশাপাশি পিটিআইয়ের সূত্র জানিয়েছে, পুরো পরিস্থিতি মোকাবিলা করতে নৌসেনা ও বায়ুসেনাকেও নির্দেশ তৈরি থাকার জন্য় দেওয়া হয়েছে।