লাদাখে ১২০ মিটার লম্বা সেতুর উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার সাইয়ক নদীর উপর এই ব্রিজের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। সূত্রের খবর, এই সেতুর মাধ্যমে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে লাদাখের দৌলত বেগ ওলড়ি সেক্টরে সশস্ত্র বাহিনীর যাতায়াত আরও সুবিধাজনক হবে। এদিকে গুরুত্বপূর্ণ ৭৫টি পয়েন্টে পরিকাঠামো উন্নয়নের উপরেও জোর দেওয়া হচ্ছে বলে খবর।
জম্মু ও কাশ্মীরে বর্ডার রোড অর্গানাইজেশনের ২০টি প্রকল্প, লাদাখ আর অরুনাচল প্রদেশে ১৮টি করে, সিকিম, হিমাচল প্রদেশ, পঞ্জাব ও রাজস্থানে ১৪টি করে ও পাঁচটি উত্তরাখণ্ডে এই ধরনের প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। সব মিলিয়ে ২,১৮০ কোটি টাকায় এই প্রকল্পগুলি রূপায়িত হবে।
এদিকে আবহাওয়ার নানা প্রতিকূলতার মধ্যেও যেভাবে বিআরও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে তার প্রশংসা করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। প্রায় ১৪ হাজার ফুট উচ্চতায় এই ব্রিজের উদ্বোধনে যান রাজনাথ সিং। তিনি জানিয়েছেন, এই সেতু সীমান্ত এলাকায় অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামরিক পরিস্থিতিকে আরও শক্তপোক্ত করবে।
এদিকে সূত্রের খবর, ২০১৩ সালে চিন ভারতীয় ভূখণ্ডের মধ্যে তাঁবু খাটিয়ে ফেলেছিল। পরে অবশ্য ওই এলাকা থেকে সরে যায় তারা।
পাশাপাশি হানলে ও থাকুং এলাকায় দুটি হেলিপ্যাডের উদ্বোধন ভার্চুয়ালি করেন প্রতিরক্ষামন্ত্রী। অন্যদিকে প্রচন্ড প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যাতে বিআরও আধিকারিকরা এলাকায় থাকতে পারেন সেকারণে বিশেষ ধরনের আবাসস্থল করা হয়েছে ১৯ হাজার ফুট উচ্চতায়। হানলেতে সেটির উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী।