বাংলা নিউজ > ঘরে বাইরে > F 16 fighter jet: যুদ্ধবিমান এফ ১৬ এর রক্ষণাবেক্ষণে পাকিস্তানকে সাহায্যের সিদ্ধান্ত আমেরিকার! উদ্বেগ প্রকাশ রাজনাথের

F 16 fighter jet: যুদ্ধবিমান এফ ১৬ এর রক্ষণাবেক্ষণে পাকিস্তানকে সাহায্যের সিদ্ধান্ত আমেরিকার! উদ্বেগ প্রকাশ রাজনাথের

রাজনাথ সিং। ফাইল ফোটো। REUTERS/Michael A. McCoy/Pool/File Photo (REUTERS)

এফ ১৬ যুদ্ধবিমানের ভরণপোষণ সংক্রান্ত জিনিসের সরবরাহ পাকিস্তানকে করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার পরিকল্পনা ‘ফরেন মিলিটারি সেলস’এর আওতায় এফ ১৬ যুদ্ধবিমানের হার্ডওয়্যার, সফ্টওয়্যার সহ পাকিস্তানকে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা সামগ্রী দেওয়া হবে। এই যুদ্ধবিমানের ভরণপোষণ সংক্রান্ত প্যাকেজকে চালিয়ে যাওয়ার রসদ যোগানো সংক্রান্ত আমেরিকার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এদিন সন্ধ্যেয়ে এক টুইটে রাজনাথ সিং জানান, যেভাবে এফ ১৬ যুদ্ধবিমানের ভরণপোষণ সংক্রান্ত প্যাকেজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা তা নিয়ে যে দিল্লি সন্তুষ্ট নয়, তা সাফ জানিয়েছেন রাজনাথ সিং। এবিষে তিনি মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। উল্লেখ্য, এই প্যাকেজকে অগ্রগামী করার অর্থ হিসাবে ভারতের সামনে যে প্রধান চ্যালেঞ্জ তা হল পাকিস্তান পুষ্ট সন্ত্রাসের মোকাবিলা। উল্লেখ্য, পুলওয়ামা হামলার পর পাকিস্তানে যেভাবে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল, আর তারপর যেভাবে পাল্টা পাকিস্তান এফ ১৬ বিমান নিয়ে এসে ভারকের আকাশ সীমার কাছে আগ্রাসন দেখিয়েছিল তা নিয়েও ভারত -পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকে।

এরপর আমেরিকার তরফে যেখানে পাকিস্তানের সন্ত্রাস ইস্যুর বিরোধিতা বারবার বিশ্বমঞ্চে উঠে এসেছে, সেখানে এমন সিদ্ধান্ত পেন্টাগন নিতেই তা দিল্লিকে ভাবাতে শুরু করে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন যে, এই বিষয়ে তিনি লয়েড অস্টিনের সঙ্গে আরও আলোচনা চালিয়ে যাবেন। সেই দিকেই তাকিয়ে রয়েছেন তিনি।রাজনাথ সিং জানিয়েছেন, এই আলোচনা ছাড়াও প্রযুক্তিগত ও শিল্পগত বিভিন্ন আলোচনা হয়েছে তাঁদের মধ্যে।

বন্ধ করুন