বাংলা নিউজ > ঘরে বাইরে > Rajya Sabha Election: হরিয়ানায় মুখ পুড়ল কংগ্রেসের, রাজ্যসভা নির্বাচনে জয় ঘোষণা করেও মুছতে হল টুইট!

Rajya Sabha Election: হরিয়ানায় মুখ পুড়ল কংগ্রেসের, রাজ্যসভা নির্বাচনে জয় ঘোষণা করেও মুছতে হল টুইট!

হরিয়ানা থেকে রাজ্যসভার আসনে হেরে যান কংগ্রেসের অজয় মাকেন। (PTI)

Rajya Sabha Election in Haryana: হরিয়ানায় কংগ্রেসের ‘নিশ্চিত’ আসন থেকে অজয় মাকেনকে হারিয়ে দেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী কার্তিক শর্মা। নিউজ এক্স-এর কর্ণধার বিজেপি এবং শরিক দল জননায়ক জনতা পার্টির সমর্থনে রাজ্যসভার টিকিট নিশ্চিত করেন।

হরিয়ানায় জয় ঘোষণা করার পরও শেষ পর্যন্ত হার স্বীকার করে নিতে বাধ্য হল কংগ্রেস। হরিয়ানায় কংগ্রেসের ‘নিশ্চিত’ আসন থেকে অজয় মাকেনকে হারিয়ে দেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী কার্তিক শর্মা। নিউজ এক্স-এর কর্ণধার বিজেপি এবং শরিক দল জননায়ক জনতা পার্টির সমর্থনে রাজ্যসভার টিকিট নিশ্চিত করেন এদিন। উল্লেখ্য, হরিয়ানায় দুটি আসনে এবার নির্বাচন হওয়ার কথা ছিল। সেখানে একটি করে আসন বিজেপি ও কংগ্রেস জিতবে বলে মনে করা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত কংগ্রেসের ঝুলিতে কোনও আসনই গেল না।

কংগ্রেস হরিয়ানা থেকে অজয় মাকেনকে প্রার্থী করেছিল। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল তিনি ৩০টি ভোট পেয়েছেন। তা হলে তিনি রাজ্যসভায় নির্বাচিত হয়ে যেতেন। তবে শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে জানানো হয় যে মাকেনকে দেওয়া একটি ভোট বাতিল হয়েছে। যার জেরে নাটকীয় ভাবে হেরে যান মাকেন। বদলে জিতে যান মিডিয়া ব্যারন কার্তিক। এদিকে মাকেনের জয়ের কথা ঘোষণা করে এর আগে একটি টুইটও করে ফেলেছিল কংগ্রেস। পরে অবশ্য চূড়ান্ত ফল আসতেই সেই টুইট মুছে ফেলা হয় দলের তরফে।

কংগ্রেস বিধায়ক বিবি বত্রা সাংবাদিকদের এদিন বলেন, ‘আমরা মনে করেছিলাম যে অজয় মাকেন ৩০টি ভোট পেয়েছেন। তবে পরে একটি ভোট বাতিল হয়ে যায়। এর জেরে অজয় মাকেনের জায়গায় নির্দল কার্তিক শর্মা জিতে গিয়েছেন।’ এদিকে বিজেপির প্রার্থী কৃষ্ণণ পানওয়ারও হরিয়ানা থেকে জিতে সংসদের উচ্চ কক্ষে যাচ্ছেন। কৃষ্ণণ পানওয়ারের ঝুলিতে মোট ৩১টি ভোট পড়ে।

ঘরে বাইরে খবর

Latest News

ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.