বাংলা নিউজ > ঘরে বাইরে > Best stock picks- রাকেশ ঝুনঝুনওয়ালার এই স্টকে মালামাল হওয়ার সুযোগ!

Best stock picks- রাকেশ ঝুনঝুনওয়ালার এই স্টকে মালামাল হওয়ার সুযোগ!

ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স (Reuters)

সোমবার, রাকেশ ঝুনঝুনওয়ালা পোর্টফোলিওর এই স্টকের দাম NSE-তে ৫১১ টাকার স্তরে নেমে এসেছে। স্টার হেলথের আইপিওর তুলনায় যা প্রায় ৪৩% কম।

শেয়ার বাজারে এখন অনিশ্চয়তার পরিবেশ। অনেক কোম্পানির শেয়ারেই পতন অব্যাহত। স্টার হেলথের শেয়ারও সেই তালিকায় অন্তর্ভুক্ত।

সোমবার, রাকেশ ঝুনঝুনওয়ালা পোর্টফোলিওর এই স্টকের দাম NSE-তে ৫১১ টাকার স্তরে নেমে এসেছে। স্টার হেলথের আইপিওর তুলনায় যা প্রায় ৪৩% কম।

এই কোম্পানির আইপিও ২০২১ সালের ডিসেম্বরে হয়েছিল। তখন এর প্রাইস ব্যান্ড ছিল ৮৭০ থেকে ৯০০ টাকা।

এই নিম্নমুখী প্রবণতার কারণ কী?

শেয়ারবাজার বিশেষজ্ঞদের মতে, মহামারীর কারণে স্টার হেলথের লোকসান হয়েছে। তাছাড়া শেয়ারের দাম বেশি থাকায় অনিহা ছিল বিনিয়োগকারীদের। তবে পরে ধীরে ধীরে এই শেয়ারের দিকে নজর বাড়ে সকলের।

দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের জন্য এটি একটি ভাল সুযোগ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ৪৫৫ থেকে ৪৭৫ টাকার স্তরে বিনিয়োগ করা যেতে পারে।

শেয়ার ইন্ডিয়ার রিসার্চের প্রধান রবি সিং বলছেন, 'দুর্বল বাজার পরিস্থিতির কারণে স্টার হেলথের শেয়ারের দামে ক্রমাগত পতন হয়েছে। টেকনিক্যাল সেটআপে কোম্পানিটির শেয়ার দর আরও কমতে পারে।'

GCL সিকিউরিটিজের রবি সিংগালের মতে, বাজার পরিস্থিতি ভালো হলে শেয়ারটির দাম আবার চড়তে পারে। সেক্ষেত্রে দীর্ঘ মেয়াদে ৬৭৫ টাকার টার্গেট প্রাইস রেখে এগনো যেতে পারে।

বন্ধ করুন