শেয়ার মার্কেটে রাকেশ ঝুনঝুনওয়ালার বিভিন্ন বিনিয়োগের উপর তীক্ষ্ণ নজর রাখেন অন্যান্য বিনিয়োগকারীরা। অনেকে তাঁর কেনা শেয়ার কিনে লাভের আশা করেন। তাঁর পথ অনুসরণ করে অনেকেই লাভবান হন। বর্তমানে ভারতের অন্যতম সফল বিনিয়োগকারী হিসেবে পরিচিত রাকেশ ঝুনঝুনওয়ালা। আর তারই প্রমাণ মিলল আরও একবার।
রাকেশ ঝুনঝুনওয়ালার পোর্টফোলিওর এমনই এক স্টক নাজারা টেকনোলজিস। চলতি ২০২১ সালে এই সংস্থা শেয়ারবাজার থেকে মার্কি বিনিয়োগকারীদের থেকে ৩১৫ কোটি তুলতে সক্ষম হয়েছে। এক মাসের মধ্যেই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই সংস্থার ইক্যুইটি শেয়ার দর ১৮২৪.৬৫ টাকা থেকে বেড়ে ২৬২৫.১০ টাকা হয়েছে। স্টক মার্কেট বিশেষজ্ঞরা এই রিয়েলিটি সংস্থার স্টকে আরও রিটার্নের সম্ভাবনা আছে বলে মনে করছেন। প্রায় ৩০০০-এ গণ্ডি পার করতে পারে এই শেয়ার।
এপ্রিল থেকে জুন ২০২১ পর্যন্ত নাজারা টেকনোলজিসের শেয়ারহোল্ডিং প্যাটার্ন অনুযায়ী, বিগ বুল এই কোম্পানির ৩২,৯৪,৩১০ বা ১০.৮০ শতাংশ শেয়ারের মালিক। নাজারা টেকনোলজিসের শেয়ারের দাম গত এক মাসে ৮০০.৪৫ বেড়েছে। এই স্টকে রাকেশ ঝুনঝুনওয়ালার মোট মূল্য প্রায় ২৬৫ কোটি টাকা বেড়েছে।