ভোট এসেছে হরিয়ানায়। আর হরিয়ানায় ভোট মানেই প্যারোলে বাড়ি ফেরেন রাম রহিম। এটা দেখেই অভ্যস্ত রাজনৈতিক দলগুলি। তবে এবার আগাম এনিয়ে সতর্ক করলেন কংগ্রেস নেতৃত্ব। ইতিমধ্য়েই নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে কংগ্রেস।
ধর্ষণের অভিযোগে জেল খাটছেন রাম রহিম। দেরা সাচা সৌদার প্রধান গুরমীত রাম রহিম সিং। ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত তিনি। তবে গত দু বছরে তিনি অন্তত ১০বার প্যারোলে মুক্ত হয়েছিলেন। কার্যত প্রতিবার ভোটের আগেই তিনি প্যারোলে ছাড়া পেয়ে যান।
হরিয়ানা প্রদেশ কংগ্রেস কমিটি মুখ্য নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠিয়েছে। কার্যত প্যারোল মঞ্জুর করা হয়েছে এই ব্রেকিং নিউজের ভিত্তিতে তারা চিঠি পাঠিয়েছেন বলে খবর। তাদের দাবি, ভোটের সময় তিনি ছাড়া পেলে আদর্শ নির্বাচনী বিধি লঙ্ঘন করা হবে। তার জেরেই এই চিঠি দেওয়া হয়েছে।
এদিকে এক সাংবাদিকের পুত্রও এনিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ওই পুত্রের দাবি রাম রহিমকে মুক্তি দেওয়া হলে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়ে যাবে। একটি নির্দিষ্ট দল এতে লাভবান হবে।
এদিকে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে জানা গিয়েছে রাম রহিম আবার ২০ দিনের জন্য প্যারোলে মুক্তি চেয়েছেন। ৫ অক্টোবর তার বাবা মাঘার সিংয়ের মৃত্যু বার্ষিকী। সেকারণেই তিনি প্যারোলে মুক্তি চেয়েছেন। সেই ছুটির আবেদনপত্রে তিনি জানিয়েছেন, তিনি উত্তরপ্রদেশের বাঘপতে থাকবেন। সেটা হরিয়ানা থেকে প্রায় ১৫০ কিমি দূরে অবস্থিত।