বাংলা নিউজ > ঘরে বাইরে > রামনবমীতে এলেন রামচন্দ্র, দলিত নেতার জন্য খুলল সিপিএমের পলিটব্যুরোর দরজা

রামনবমীতে এলেন রামচন্দ্র, দলিত নেতার জন্য খুলল সিপিএমের পলিটব্যুরোর দরজা

সিপিএমের পলিটব্যুরোতে জায়গা পেলেন রামচন্দ্র ডোম। (সংগৃহীত)

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। ১৯৯১ সালে প্রথমবার বীরভূম লোকসভা কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। এরপর টানা ৬বার তিনি ওই পদে নির্বাচিত হন।

রবিবার ছিল কন্নুরে সিপিএমের পার্টি কংগ্রেসের শেষদিন। সেখানেই ঘোষণা করা হল সিপিএমের পলিটব্যুরোতে জায়গা পেয়েছেন বীরভূমের রামচন্দ্র ডোম। দল সূত্রে খবর, এবারের পার্টি কংগ্রেসে নতুন করে আরও তিনজনকে পলিটব্যুরোতে জায়গা দেওয়া হয়েছে। তার মধ্য়ে অন্যতম দলিত নেতা তথা বীরভূমের লড়াকু প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম। এককথায় তাৎপর্যপূর্ণ ঘটনা। এমনকী সিপিএমের সাধারণ সম্পাদক হিসাবে ফের দায়িত্ব পাওয়া সীতারাম ইয়েচুরি আনুষ্ঠানিকভাবে প্রথম দলিত নেতার পলিটব্যুরোতে অন্তর্ভুক্তির কথা ঘোষণা করেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলার পাশাপাশি গোটা দেশের রাজনীতিতে ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠছে দলিত ভোটাররা। আর সেই পরিস্থিতিতে এতদিন সিপিএম পলিটব্যুরোতে সেভাবে কোনও দলিত প্রতিনিধি ছিলেন না। এবার পলিটব্যুরোতে দলিত নেতাকে অন্তর্ভুক্ত করে এক নতুন দিনের সূচনা করলেন সিপিএম নেতৃত্ব।

আর যেদিন তিনি রামচন্দ্র অন্তর্ভুক্ত হলেন পলিটব্যুরোতে ঘটনাচক্রে সেই রবিবার ছিল রামনবমী। সেদিনই সিপিএমের সর্বোচ্চ স্থানে আসীন হলেন বাংলার দলিত নেতা। তবে সিপিএম নেতৃত্বের দাবি, এর সঙ্গে রামনবমীর কোনও যোগ নেই। নেহাতই কাকতালীয়। তবে সিপিএম নেতৃত্ব যাই বলুন, যাবতীয় হিসাব করেই যে রামচন্দ্রের অন্তর্ভুক্তি সেটা মানছেন দলের নীচুতলার কর্মীরা।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। ১৯৯১ সালে প্রথমবার বীরভূম লোকসভা কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। এরপর টানা ৬বার তিনি ওই পদে নির্বাচিত হন। এরপর অজয় দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কিন্তু সিপিএমে পলিটব্যুরোতে ঠাঁই পাননি রামচন্দ্র। কার্যত ব্রাত্যই থেকে গিয়েছিলেন। সেই দলিত নেতার জন্য পলিটব্যুরোর দরজা খুলল সিপিএম।

 

ঘরে বাইরে খবর

Latest News

কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.