বাংলা নিউজ > ঘরে বাইরে > অ্যালোপ্যাথির নিন্দা করেও শেষমেশ করোনা ভ্যাকসিন নিচ্ছেন রামদেব

অ্যালোপ্যাথির নিন্দা করেও শেষমেশ করোনা ভ্যাকসিন নিচ্ছেন রামদেব

করোনা আবহে করোনিল ওষুধ প্রকাশ করে রামদেব স্বামীর পতঞ্জলি। ফাইল ছবি : পিটিআই

সেই রামদেবই বলছেন, 'চিকিত্সকরা ঈশ্বরের দূত।' খুব শীঘ্রই করোনা টিকা নেবেন, বৃহস্পতিবার জানালেন তিনি।

সম্প্রতি অ্যালোপাথি চিকিত্সার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন রামদেব স্বামী। চিকিত্সকদের কটাক্ষ করতেও ছাড়েননি। এবার সেই রামদেবই বলছেন, 'চিকিত্সকরা ঈশ্বরের দূত।' খুব শীঘ্রই করোনা টিকা নেবেন, বৃহস্পতিবার জানালেন তিনি।

শুধু তাই নয়, বিনামূল্যে করোনা টিকা দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও করলেন তিনি।

কিন্তু এই ঘোষণার পরেই রামদেবের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। দিন কয়েক আগেই প্রকাশ্যে বলেছিলেন, 'অ্যালোপাথির বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ আছে।'

শুধু তাই নয়, 'চিকিত্সকরা বারবার ওষুধ দেন যাতে রোগীরা তাঁদের হাতে থাকেন' এমন অভিযোগও করেন রামদেব। অ্যালোপাথির ওষুধ খেয়ে লক্ষ লক্ষ রোগীর মৃত্যু হয়েছেও বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, 'অ্যালোপাথি তো রোগ কমিয়ে দেবে। কিন্তু যোগ আর আয়ুর্বেদ রোগ ধারেকাছেই ঘেঁষতে দেবে না। উল্টে আরও শক্তিশালী করে তুলবে।'  দেখুন সেই ভিডিয়ো :

রামদেবের এই মন্তব্যে ক্ষুব্ধ হয় দেশের চিকিত্সকমহল থেকে আমজনতা। করোনা পরিস্থিতিতে যেখানে এত টাকা খরচ করে টিকাকরণ চলছে, সেখানে তাঁর এই মন্তব্যের প্রভাব নিয়েও প্রশ্ন ওঠে। তাঁর বিরুদ্ধে মামলাও করেন চিকিত্সকেদর সংগঠন।

করোনিলের লঞ্চের অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীরা। ফাইল ছবি : পিটিআই
করোনিলের লঞ্চের অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীরা। ফাইল ছবি : পিটিআই (PTI)

তবে, বৃহস্পতিবার নিজের অবস্থান বদলে ফেললেন যোগগুরু। এখন উল্টে করোনা টিকা গুরুত্বপূর্ণ বলে জানালেন রামদেব। সকলকে নিতে আর্জি করেন।

তিনি বলেন, 'করোনা টিকা এবং আয়ুর্বেদ-যোগের সমন্বয়ে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমন বেড়ে যাবে যে আর একজনেরও করোনায় মৃত্যু হবে না।'

সেই সময়েই তিনি নিজে করোনা টিকা নিচ্ছেন কিনা প্রশ্ন করেন এক সাংবাদিক। তাঁর উত্তরে রামদেব জানান, শীঘ্রই টিকা নেব।

আর চিকিত্সকদের বিরুদ্ধে তাঁর 'অভিযোগ' নিয়েও তিনি নিজের অবস্থানের ব্যাখ্যা করেন। রামদেব বলেন, 'চিকিত্সকরা ঈশ্বরের দূত। অ্যালোপাথির কার্যকারিতা নিয়েও কোনও সন্দেহ নেই। যে চিকিত্সকরা ওষুধের নামে সাধারণ মানুষকে ঠকাচ্ছে, তাদেরই বিরোধিতা করেছি আমি।'

ঘরে বাইরে খবর

Latest News

কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.