বাংলা নিউজ > ঘরে বাইরে > UP Bypolls: ১১জন মুসলিম প্রার্থীর বিরুদ্ধে একা রামবীর, ৩০ বছর পরে মানরক্ষা করল বিজেপি

UP Bypolls: ১১জন মুসলিম প্রার্থীর বিরুদ্ধে একা রামবীর, ৩০ বছর পরে মানরক্ষা করল বিজেপি

বিজেপির রামবীর ঠাকুর।

কুন্দর্কি উপনির্বাচনের ফলাফল: কুন্দর্কি আসনে বিজেপির রামবীর ঠাকুর মুসলিম সম্প্রদায়ের ১১ জন প্রার্থীর বিরুদ্ধে ১,৭০,৫৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রামবীর ঠাকুর ৩০ বছর পর উত্তরপ্রদেশের কুন্দার্কি বিধানসভা আসনে জয়ী হয়ে রেকর্ড গড়েছেন।

মজার বিষয় হল, রামবীর ঠাকুর কুন্দর্কি আসনে ১,৭০,৫৬৫ ভোটে জয়ী হয়েছেন, উপনির্বাচনে মুসলিম সম্প্রদায়ের ১১ জন প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয় ছিনিয়ে এনেছেন।

রামবীর ঠাকুর সমাজবাদী পার্টির মহম্মদ রিজওয়ান, আজাদ সমাজ পার্টির (কাঁসিরাম) চাঁদ বাবু, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের মহম্মদ ভারিশ এবং বহুজন সমাজ পার্টির রফতুল্লাকে পরাজিত করেছেন।

প্রায় ৩০ বছর পরে এই আসনে জয় পেল বিজেপি। এই আসনটি বরাবরই সমাজবাদী পার্টির গড়। এর আগে ১৯৯৩ সালে শেষ বার জিতেছিল বিজেপি। এবার ফের জয় পেল বিজেপি। 

মোরাদাবাদ জেলায় রয়েছে এই বিধানসভা কেন্দ্র। এটা সম্বল লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। এখানে ৬০ শতাংশই মুসলিম সম্প্রদায়ের। এখানে একমাত্র বিজেপির হিন্দু প্রার্থী ছিল। বাকি সবারই মুসলিম প্রার্থী। ১১জন প্রার্থীই মুসলিম। 

এদিকে সমাজবাদী পার্টির দাবি, এই ভোটে বিজেপি সন্ত্রাস করেছিল। কারচুপি করে জিতেছে বিজেপি। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এখানে ফের নির্বাচনের দাবি তুলেছেন। 

উত্তরপ্রদেশ উপনির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানালেন অখিলেশ যাদব

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব উত্তরপ্রদেশের উপনির্বাচনকে ‘নির্বাচনী রাজনীতির সবচেয়ে বিকৃত রূপ’ বলে অভিহিত করেছেন।

হিন্দিতে একটি পোস্টে অখিলেশ যাদব বলেন, 'যারা 'নির্বাচন'কে দুর্নীতির সমার্থক করে তুলেছে, তাদের কৌশল ছবিতে ধরা পড়েছে এবং বিশ্বের সামনে উন্মোচিত হয়েছে।

এই উপনির্বাচনে বিশ্ব, দেশ ও উত্তরপ্রদেশ ভোটের রাজনীতির সবচেয়ে বিকৃত রূপ দেখেছে। মিথ্যাচারের সময় থাকতে পারে, কিন্তু যুগ নয়।

এখন শুরু হল আসল লড়াই।   অখিলেশ যাদব তাঁর পোস্টে লিখেছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, সিশামাউ থেকে সমাজবাদী পার্টির প্রার্থী নাসিম সোলাঙ্কি ৮,৫৬৪ ভোটে জয়ী হয়েছেন। তিনি বিজেপির সুরেশ অবস্থিকে পরাজিত করেন।

সোলাঙ্কির স্বামী ইরফান সোলাঙ্কি ২০১২, ২০১৭ এবং ২০২২ সালে এই আসন থেকে জয়ী হন।

ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে ইরফান সোলাঙ্কির বিধানসভা থেকে অযোগ্য ঘোষণার কারণে বুধবার অনুষ্ঠিত উপনির্বাচনের প্রয়োজন হয়েছিল।

করহালে সমাজবাদী পার্টির তেজ প্রতাপ সিং বিজেপির অনুজেশ প্রতাপ সিংকে ১৪,৭২৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

কনৌজ থেকে লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পরে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব কারহাল বিধানসভা আসনটি খালি করেছিলেন।

২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি ফুলপুর, গাজিয়াবাদ, মাঝওয়ান এবং খায়ের আসনে জয়ী হয়েছিল এবং এসপি সিসামাউ, কাতেহারি, কারহাল এবং কুন্দর্কি আসন পেয়েছিল।

তৎকালীন সপা-র শরিক আরএলডি মীরাপুর আসনে জয়ী হয়। এরপর দলটি দল বদল করে এখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র অংশ।

কংগ্রেস উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি এবং তাদের ভারতীয় জোটের জোটসঙ্গী এসপিকে সমর্থন করেছে।

বহুজন সমাজ পার্টি (বিএসপি) নয়টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) গাজিয়াবাদ, কুন্দর্কি এবং মীরাপুর থেকে প্রার্থী দিয়েছিল।

চন্দ্রশেখর আজাদের নেতৃত্বাধীন আজাদ সমাজ পার্টি (কাঁসিরাম) সিসামাউ বাদে সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

বর্তমান বিধানসভায় বিজেপির ২৫১ জন বিধায়ক এবং সমাজবাদী পার্টির ১০৫ জন বিধায়ক রয়েছেন।

আপনা দল (সোনেলাল), আরএলডি, সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি এবং নিষাদ পার্টির মতো বিজেপির শরিক দলগুলিরও বিধানসভায় সদস্য রয়েছে। কংগ্রেস ও জনসত্তা দল লোকতান্ত্রিক দুটি করে আসন এবং বিএসপির একটি আসন রয়েছে।

পরবর্তী খবর

Latest News

ত্বকের জেল্লা পেতে শিউলিপাতা ব্রহ্মাস্ত্র! পাতা কীভাবে খেলে কমে জ্বর-সর্দি? MIতে এবারে অনেক নতুন প্রতিভা! বুমরাহ-তিলকের কথা বলে তাঁদের মোটিভেট করলেন অধিনায়ক ক্রিকেট মাঠে WWE! ফ্যাফকে কাঁধে তুলে ছুঁড়ে ফেলল বল বয়, রক্ষা পেলেন ডু প্লেসি শুক্র তৈরি করছেন মালব্য যোগ! কঠোর পরিশ্রমে মিলবে ভালো ফল, লাকি কর্কট সহ ৩ রাশি 'প্যাক - ফ্যাক জানি না', অভিষেকের সঙ্গে কি IPACএরও বিদায়ঘণ্টা বাজিয়ে দিলেন মমতা? দেবকে নিয়েই মত্ত অনুরাগীরা, পাত্তা পেলেন না যিশু! খাদানের প্রচারে সঙ্গী ইধিকাও দার্জিলিংয়ের চায়ের বাজারে থাবা বসাচ্ছে নেপাল টি! ঠকছেন রোজ ‘কলকাতার ১ দিনের ময়লা ফেলে দিয়ে এলেই ইউনুস চাপা পড়ে যাবে’, দেওয়া হল চরম হুংকার কার্যকর্তাদের লক্ষ-লক্ষ টাকা দেবেন বলেছিলেন, পরে কেন পাল্টি খেলেন বিজেপি বিধায়ক? লাগাতার বেফাঁস মন্তব্য, সিদ্দিকুল্লাহকে ডেকে সতর্ক করলেন মমতা

IPL 2025 News in Bangla

প্রায় ২৪ কোটির বেঙ্কটেশ নন, IPL 2025-এর ক্যাপ্টেন ঠিক করে ফেলল KKR! হটসিটে কে? যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে! প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে ম্যাচ জিতে বললেন রোহিত ‘তুমি চিরকাল আমাদের পকেট ডায়নামো থাকবে’ SRH-এ যাওয়া ইশানকে বার্তা MIএর হার্দিকের ১৩ কোটি পার্স নিয়েও ৯ কোটি পর্যন্ত বিড! CSKতে মুগ্ধ দীপক চাহার! মাহিকেও ধন্যবাদ… দেশের হয়ে মাঠে নামার পরের দিনই T10 লিগে গজনফর, খেলছেন একই সঙ্গে ২টি টুর্নামেন্ট সচিন-রোহিত-কোহলি নন, বৈভবের আদর্শ এক বিদেশি তারকা,যিনি অবসর নেন তাঁর জন্মের আগেই মুম্বইতে থেকেছেন রোহিত! চেন্নাইতে ফিরছেন অশ্বিন! কোন দলে কত ভূমিপুত্র? KKR-এ কত? ভারতীয় ব্যাটাররাই রাজস্থানের ভরসা! বোলিংয়ে অতিরিক্ত বিদেশি নির্ভরতা! কেমন RR দল? ওয়ার্নার-মার্শের পরিবর্তে রাহুল-ব্রুক! দলে স্টার্ক-মুকেশ…কেমন হল দিল্লি দল? ২৬.৭৫ কোটির শ্রেয়স আইয়ার! ৫ অস্ট্রেলিয়ান! একঝলকে পঞ্জাব কিংসের শক্তি ও দুর্বলতা…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.