গাজিয়াবাদে এক কম্পিউটার শিক্ষকের নৃশংসতায় হতবাক পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ওই ছাত্রীকে ভালো নম্বর দেওয়ার কথা বলে গত ২ বছর ধরে তিনি ছাত্রীকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ। ওই ছাত্রী নন্দগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন।
ওই নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, ভালো নম্বর দেওয়ার কথা বলে স্যার আমাকে দু বছর ধরে ধর্ষণ করেছে। আর প্রতিবাদ করলেই বলত কুচি কুচি করে কেটে ফেলে দেব। সোমবার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে।
১৭ বছর বয়সী ওই ছাত্রী নন্দগ্রামের রাজনগর এলাকার বাসিন্দা। যে স্কুলে ওই ব্যক্তি শিক্ষকতা করতেন সেখানেই ওই ছাত্রী পড়ে। তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। ওই ছাত্রীর অভিযোগ গত দুবছর ধরে ওই কম্পিউটার শিক্ষক আমাকে ধর্ষণ করেছে। ভালো নম্বর দেওয়ার কথা বলে ওই শিক্ষক তাকে ধর্ষণ করেছে বলে ছাত্রীর দাবি। আর প্রতিবাদ করলেই নাকি ওই শিক্ষক বলতেন শ্রদ্ধার মতো অবস্থা করব তোর।
ওই ছাত্রী যখন নবম শ্রেণিতে পড়ত তখন থেকেই তাকে ধর্ষণ করত বলে অভিযোগ। পুলিশ ইতিমধ্য়েই এনিয়ে মামলা রুজু করেছে। অভিযুক্ত শিক্ষককে পুলিশ গ্রেফতারও করেছে।
থানার স্টেশন ইনচার্জ জানিয়েছেন ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে শিক্ষককে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অনেক ছাত্রীর দিকেই ওই শিক্ষক নোংরা চোখে দেখত। এমনকী একাধিক ছাত্রীকে সে ধর্ষণ করেছে বলেও অভিযোগ। তবে এনিয়ে অন্য কোনও অভিযোগ এখনও আসেনি। পুলিশ ওই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে গোটা বিষয়টি জানার চেষ্টা করছে।