আদিত্যনাথ ঝা
তিনবছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে ৫০ বছর বয়সী এক দোকানদারকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের নাম বাবলু চৌধুরী। বিহারের খাগারিয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সুত্রে খবর, মুদিখানার দোকানের কাছেই ওই মেয়েটি থাকত। মাঝেমধ্যে সে দোকানেও যেত। এদিকে লজেন্সের লোভ দেখিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। মঙ্গলবার রাতের ঘটনা।
পুলিশ জানিয়েছে, দোকানে চকোলেট কিনতে গিয়েছিল বাচ্চাটি। তখনই তাকে দোকানের ভেতরে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ।
এরপর সে বাড়ি ফিরে যায়। তার গোপনস্থান থেকে রক্ত বের হচ্ছিল। এটা দেখে অভিভাবকদের সন্দেহ হয়। তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে অভিযুক্তকে আটক করে।
ওই শিশুর বাবার দাবি, মেয়ের গোপন স্থান থেকে রক্ত বের হচ্ছিল। এনিয়ে বলতে গেলে দোকানদার আমাদের মারধর করে। এর আগেও সে এই কাণ্ড ঘটিয়েছিল। কিন্তু লজ্জায় পুলিশের কাছে যেতে পারিনি।
ওই শিশুর চিকিৎসা চলছে। সিভিল সার্জেন অমর নাথ ঝাঁ মেডিক্যাল টিম তৈরি করে শিশুটির শরীর পরীক্ষা করে দেখছেন। তিনি জানিয়েছেন, এখনই এনিয়ে কিছু বলব না। ডেপুটি পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। মেডিক্যাল রিপোর্টের জন্য় অপেক্ষা করা হচ্ছে।