এখন নতুন বাংলাদেশ। মহম্মদ ইউনুসের বাংলাদেশ। সেই বাংলাদেশে কার্যত ব্রাত্য বঙ্গবন্ধু। কার্যত বঙ্গবন্ধুর নাম নিশান বাংলাদেশ থেকে মুছে ফেলতে তৎপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে বাদ বঙ্গবন্ধুর প্রসঙ্গ। এমনকী মুক্তিযুদ্ধের অনেক প্রসঙ্গই বাদ গিয়েছে বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে। তবে ৭১ বাদ গেলেও নতুন করে অন্তর্ভূক্ত হয়েছে জুলাই আন্দোলনের প্রসঙ্গ। বাদ গিয়েছেন বঙ্গবন্ধু মুজিবর রহমান। তবে নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশের দুই গায়ক মহম্মদ সেজান ও হান্নান হোসাইন শিমুল। বাংলাদেশের জুলাই আন্দোলনের সময় তাঁদের গান ব্যপক জনপ্রিয় হয়েছিল বাংলাদেশে। সেই গায়কদের কথা এবার পাঠ্যপুস্তকে।
তবে প্রশ্ন উঠছে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে জুলাই আন্দোলনকে তুলে ধরাটা কতটা যুক্তিসংগত। এমনকী অনেকের মতে, জুলাই আন্দোলন যেমন সত্যি তেমনি ৭১এর আন্দোলনও তো সত্যিই। সেক্ষেত্রে জুলাইয়ের আন্দোলনকে অগ্রাধিকার দিয়ে কীভাবে ৭১এর আন্দোলনকে খাটো করে দেখানো হবে সেই প্রশ্ন উঠছে। আপাতত সপ্তম শ্রেণির ইংরেজি বইতে জুলাই আন্দোলনের সময় জনপ্রিয়তা পেয়েছেন এমন দুই গায়কের নামকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মুজিবের প্রসঙ্গ বাদ যাচ্ছে বাংলাদেশের পাঠ্যবই থেকে। অর্থাৎ ৭১সালে কী ধরনের আন্দোলন হয়েছিল, কীভাবে মুক্তিযোদ্ধারা আত্মত্যাগ করেছিলেন সেসব আর জানতে পারবে না নতুন প্রজন্ম। তারা জানবে জুলাই আন্দোলনের কথা। যে আন্দোলনের পরই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার সরকারের বিরুদ্ধে কীভাবে গণ আন্দোলন, ছাত্র আন্দোলন দানা বেঁধেছিল সেটা একেবারে ফলাও করে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের পাঠ্যবইতে।
তবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হল শিল্পী হান্নান ও সেজানের প্রসঙ্গ উল্লেখ করা বাংলাদেশের পাঠ্যবইতে। A New Generation শিরোনামে লেখা প্রকাশিত হয়েছে বাংলাদেশের পাঠ্যবইতে। প্রথম আলোর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, সপ্তম শ্রেণির ইংলিশ ফর টুডে বইতে সেজান ও হান্নানের নাম উল্লেখ করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে তাঁদের গান কীভাবে বিপ্লবের গান হিসাবে, অনুপ্রেরণার গান হিসাবে উঠে এসেছিল সেটা উল্লেখ করা হয়েছে। কথা ক ও আওয়াজ উডা এই দুটি গান বিরাট জনপ্রিয়তা পেয়েছিল বাংলাদেশে। হান্নান প্রথম আলোকে জানিয়েছেন, খুবই ভালো লাগার একটা মুহূর্ত। আমরা আগে বইয়ে অনেককে নিয়ে জানতে পেরেছি। পরের প্রজন্ম আমাদের নিয়ে পড়াশোনা করবে, এটা আমাদের কাছে গর্বের মুহূর্ত। জানিয়েছেন ওই গায়ক।