কানাডায় এক ব্যক্তির দেহে ধরা পড়ল বিরল গোত্রের সোয়াইন ফ্লু-এর জীবাণু। বুধবার মানবদেহে H1N2 ভাইরাস সংক্রমণের কথা প্রকাশ করেছে সে দেশের স্বাস্থ্য দফতর।
জানা গিয়েছে, অক্টোবর মাসের মাঝামাঝি অ্যালবার্টা প্রদেশে মানবদেহে বিরল সোয়াইন ফ্লু ভাইরাস পাওয়া গেলেও তা অতিমারীর রূপ ধারণ করার সম্ভাবনা নেই। পাশাপাশি, এই মরশুমে এখনও পর্যন্ত এই প্রথম ইনফ্লুয়েঞ্জা রোগীর সন্ধান মিলল কানাডায়।
অজ্ঞাতপরিচয় ওই রোগীর দেহে ইনফ্লুয়েঞ্জার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। তাঁকে পরীক্ষা করার পরে চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছে কানাডার স্বাস্থ্য দফতর। ভাইরাসের উৎস খোঁজার প্রক্রিয়া চালু করেছে স্বাস্থ্য দফতর।
২০০৫ সাল থেকে এ পর্যন্ত মাত্র ২৭ জন H1N2 ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে কানাডায় এর আগে এই ভাইরাসের দেখা পাওয়া যায়নি।
বলা হয়েছে, H1N2 ভাইরাস খাবারের মাধ্যমে দেহে প্রবেশ করে না। শুয়োরের মাংস ও মাংস থেকে তৈরি পণ্যের সুবাদেও এই ভাইরাস ছড়ায় না, জানিয়েছে স্বাস্থ্য দফতর।
টুইটারে কানাডার জনস্বাস্থ্য দফতরের প্রধান টেরেসা ট্যাম জানিয়েছেন, বিরল গোত্রের এই ভাইরাস সংক্রমিত শুয়োরের থেকে মানবদেহে প্রবেশ করে। তবে মানুষের থেকে মানুষের শরীরের তা সংক্রমিত হওয়ার কোনও নিদর্শন এখনও মেলেনি।