পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, দাদার শেষকৃত্যে হাজির জিম্মি টাটা! ছিলেন অমিত শাহ-একনাথ শিন্ডেরাও
Updated: 10 Oct 2024, 07:58 PM ISTRatan Tata: চিরঘুমে শায়িত রতন টাটা। কফিনে করে তাঁর দেহ নিয়ে আসা হয় মুম্বইয়ের ওয়ার্লি শ্মশানে। বুকের উপর রাখা ভারতের পতাকা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয় তাঁকে। উপস্থিত ছিলেন অমিত শাহ, একনাথ শিন্ডে, প্রমুখ।
পরবর্তী ফটো গ্যালারি